এবার প্রকাশ্যে এল মাভাবিপ্রবি ছাত্রশিবির

২৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
নবীনবরণ অনুষ্ঠান

নবীনবরণ অনুষ্ঠান © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাভাবিপ্রবি শাখা। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে প্রকাশ্যে আসল এ সংগঠন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ৩ শতাধিক নবীন শিক্ষার্থী নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত, ইসলামী সংগীত পরিবেশন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

ছাত্রশিবিরের মাভাবিপ্রবি শাখার সভাপতি এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন মাভাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. আহসান হাবীব ইমরোজ, টাঙ্গাইল শহর ছাত্রশিবিরের সভাপতি মামুন আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের সমন্বয়ক মনিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আহসান হাবীব মাসুদসহ মাভাবিপ্রবি শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বর্তমান সময়ে আমাদের দেশে সবচেয়ে বড় সংকট হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। আর এটি মোকাবেলায় নিজেদের ইতিহাস ও সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই।’ 

‘আমরা যদি নিজেদের সংস্কৃতিকে ধারণ করতে না পারি, নিজেদের মূল্যবোধের যথার্থ চর্চা না করতে পারি তাহলে এই আগ্রাসন মোকাবেলা করা সম্ভব নয়। তাই আমাদের সবাইকে নিজ ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতি হীনম্মন্যতা না রেখে সেটিকে জীবনের প্রতিটি ধাপে ধারণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইসলামী ছাত্রশিবির নৈতিক মূল্যবোধকে সংরক্ষণ করতে চাই। আমরা ইতিহাস ও ঐতিহ্য চর্চায় আমাদের নিজস্ব ধারা সৃষ্টি করতে চাই। পাশাপাশি আমাদের তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। রাজনৈতিকভাবে সচেতন না হলে আমরা আধিপত্যবাদীদের হাত থেকে সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবো না।’

মাভাবিপ্রবি শাখার সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের সভাপতির বক্তব্যে বলেন, ‘ধর্ম, নৈতিকতা ও অন্যের অধিকারের প্রতি আমাদের খেয়াল রাখা প্রয়োজন। আমাদের জীবন যেন সৃষ্টিকর্তা বিমুখ না হয়ে যায় সেদিকে দৃষ্টি দিতে হবে।’

তুমি স্টাফ বাসে আর আসবা না, লোকাল বাসে ভাড়া দিয়ে আসবা
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় ম…
  • ১২ জানুয়ারি ২০২৬
সড়ক থেকে উদ্ধার হওয়া শিশু আয়েশা দাদির জিম্মায়
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের প্রশ্নফাঁস ইস্যু, সমাধানে ৫ করণীয় জানালেন এনসিপি…
  • ১২ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনে বিএনপি-জামায়াতের ভোটের ব্যবধান হবে ১.১ শতাংশ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9