হাসনাত-সারজিসের গাড়িবহরে চাপা: সেই ট্রাক চালক-হেলপার আটক

২৭ নভেম্বর ২০২৪, ১১:২৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
অভিযুক্ত ট্রাক চালক ও হেলপার

অভিযুক্ত ট্রাক চালক ও হেলপার © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টায় অভিযুক্ত ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) রাতে চট্রগ্রামের লোহাগাড়া থানা পুলিশ তাদের আটক করে। আটককৃত সেই ড্রাইভার ও হেলপারের পরিচয় এখনো জানা যায়নি।

হাসনাত ও সারজিসের সঙ্গে থাকা চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি জানান, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আমাদের ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে।

তিনি আরও জানান, যে গাড়িটিকে ট্রাক চাপা দিয়েছে সেটাতে হাসনাত ভাই ও সারজিস ভাইদের থাকার কথা ছিল। সৌভাগ্যক্রমে তারা আগে গাড়িটি থেকে নেমে যান। ট্রাকের চালক অসংলগ্ন কথাবার্তা বলছেন। আমরা জানতে পেরেছি ট্রাকের মালিক স্বৈরাচারের দোসর, তার নামে মামলা আছে।

এর আগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যাচেষ্টার ঘটনা ঘটে। লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে।

জানা গেছে, বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

​২২ বছর পর রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
  • ২৮ জানুয়ারি ২০২৬
চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কার কী সমীকরণ
  • ২৮ জানুয়ারি ২০২৬
মায়েদের জন্য বাস সার্ভিস, ডে কেয়ার ও বেবি কেয়ার চালু করা হব…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় নারীদের ওপর হামলা, ইউটিএলের নিন্দা 
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে দৃশ্যমান পরি…
  • ২৮ জানুয়ারি ২০২৬
সাংবাদিককে পাহাড়ে নিয়ে পেটানোর হুমকি দেওয়া নেতাকে ছাত্রদলের…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage