এবার প্রকাশ্যে এলো শাবিপ্রবি ছাত্রশিবির, উপাচার্যকে দিল ৫২ দফা প্রস্তাব

২৭ নভেম্বর ২০২৪, ১২:৫৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ PM
উপাচার্যের হাতে শাবিপ্রবি ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান

উপাচার্যের হাতে শাবিপ্রবি ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান © সংগৃহীত

এবার  প্রকাশ্যে এলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা, পাশাপাশি সংগঠনটি উপাচার্যকে দিল ১৩টি বিষয়ে ৫২ দফা প্রস্তাব।

জানা গেছে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা সভাপতি তারেক মনোয়ার ও সাধারণ সম্পাদক মাসুদ রানা তুহিন। তারেক নৃবিজ্ঞান বিভাগের আর তুহিন বাংলা বিভাগের শিক্ষার্থী।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে নিজেদের ফেইসবুক পেইজে স্মারকলিপি জমা দেওয়ার একটি ছবি শেয়ার দেয় শিবিরের শাবিপ্রবি শাখা। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরয়ারউদ্দীন চৌধুরীর কাছে ১৩টি বিষয়ে ৫২ দফা প্রস্তাবনা তুলে ধরেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা সভাপতি তারেক মনোয়ার ও সাধারণ সম্পাদক মাসুদ রানা তুহিন। আনুষ্ঠানিক পোস্টের মধ্য দিয়ে প্রকাশিত হলো শাবিপ্রবিতে শিবিরের উপস্থিতি।

ছাত্রশিবিরের ৫২ দফার মধ্যে উল্লেখযোগ্য কিছু দাবি হলো, জুলাই অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছেন, দ্রুত তদন্ত কমিটি গঠন করে তাদেরকে চিহ্নিত করতে হবে, পাশপাশি তাদের বিরুদ্ধে একাডেমিক, প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফ্যাসিবাদের আইকনদের নামে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সকল স্থাপনা ও কর্নারের নামকরণ করা হয়েছে তা পরিবর্তন করতে হবে। গত ১৬ বছরে বিশ্ববিদ্যালয়ে ইসলামবিদ্বেষসহ নানাবিধ নিপীড়ন ও বৈষম্যের ঘটনার তদন্ত করে নিপীড়ন ও নির্যাতনের শিকার সকল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে। জুলাই অভ্যুত্থানে শহীদ রুদ্র সেনের পরিবারের সদস্যদের জন্য যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। 

এ ব্যাপারে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার বলেন, 'আগামীতে সুন্দর, স্বচ্ছ এবং ফ্যাসিবাদ মুক্ত ক্যাম্পাস বিনির্মাণে আমরা উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছি। তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে আমরা পাশে আছি। আমরা সব সময় বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনেই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাব।’ 

উল্লেখ্য, শাবিপ্রবি ছাড়াও সম্প্রতি ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বেশকিছু বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কমিটি প্রকাশ করে সংঘঠনটি।

‘পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে’
  • ১২ জানুয়ারি ২০২৬
বিএনপির একাধিক নেতার বক্তব্যে ধর্মবিদ্বেষী মনোভাবের পুনরাবৃ…
  • ১২ জানুয়ারি ২০২৬
চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না: শিক্ষা উপদেষ…
  • ১২ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতক করুন ফ্রান্সে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা
  • ১২ জানুয়ারি ২০২৬
মোসাব্বির হত্যা: ৩ আসামি রিমান্ডে, একজনের দোষ স্বীকার
  • ১২ জানুয়ারি ২০২৬
আমার ছাত্রদল যদি রাজনীতি না করতে পারে, তাইলে এই মেডিকেল কলে…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9