জাবিতে ছাত্রশিবিরের মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ AM , আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভিন্ন কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮ টা হতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, মুরাদ চত্বর, টারজানসহ ক্যাম্পাসের বিভিন্ন হলে কম্বল বিতরণ করেন তারা।
এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি হারুনুর রশিদ রাফি জানান, তাঁরা একমাসব্যাপী বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল ও অন্যান্য কর্মচারীদের মাঝে কম্বল ও অন্যান্য প্রয়োজনীয় বস্ত্র প্রদান কর্মসূচি গ্রহণ করেছে, তারই অংশ হিসেবে আজকে তাঁরা প্রথম কম্বল প্রদান শুরু করেছে।
তিনি বলেন, ঢাকার অন্যান্য অঞ্চলের তুলনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তুলনামূলকভাবে বেশি শীত প্রবণ। ক্যাম্পাসের অনেক কর্মচারী আছেন যাদের এই তীব্র শীত মোকাবিলায় যে রকম বস্ত্র প্রয়োজন আর্থিকভাবে সে সামর্থ্য নাই। জাবি ছাত্রশিবির সে কথা মাথায় রেখে শীতের শুরুতেই তাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছে।
প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকি বলেন, শীতার্তদের সাহায্যে আমাদের এ কর্মসূচি মাসব্যাপী চলমান থাকবে। একমাস ব্যাপী ধাপেধাপে অঅরও কম্বল, হুডিসহ শীতবস্ত্র বিতরণ করা হবে। ভবিষ্যতেও ছাত্রশিবিরের এ ধরনের কর্মসূচি চলমান রাখবে বলে জানান তিনি।
এসময় বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন, ডাইনিংয়ের কর্মচারী এবং নিরাপত্তা কর্মকর্তাসহ বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।