পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর

শিহাব আল রশিদ
শিহাব আল রশিদ  © টিডিসি ফটো

পরীক্ষা দিতে এসে রাজশাহী মেডিকেল কলেজে শাখার সাবেক ছাত্রলীগ কর্মী শিহাব আল রশিদকে পিটিয়ে থানায় হস্তান্তর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে মেডিকেল কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিহাব রংপুর মেডিকেল কলেজের ছাত্র। তিনি পাবনার চাকপাইলানপুর গ্রামের হারুন আর রশিদের ছেলে।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিহাব আল রশিদ রংপুর মেডিকেল কলেজের ছাত্র। ২০১৭ সালে শৃঙ্খলাভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় কলেজের ডেন্টাল ইউনিট হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। 

তিনি আরও বলেন, মঙ্গলবার তিনি রংপুর মেডিকেল কলেজ হতে বৃত্তিমূলক পরীক্ষা শেষে কলেজ গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে মারধর শুরু করেন। পরে তাকে রাজপাড়া থানায় সোপর্দ করেন। তার নামে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। 


সর্বশেষ সংবাদ