ঢাবিতে দ্বিতীয় দিনের পোস্টারিং কর্মসূচি পালন ছাত্রদলের

০৬ নভেম্বর ২০২৪, ০৬:২৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

© সংগৃহীত

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা ও আবাসিক হলগুলোতে পোস্টার সাঁটিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে গতকাল মঙ্গলবারের (৫ নভেম্বর) পর আজ বুধবারও (৬ নভেম্বর) দুপুরে শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওনের নেতৃত্বে টিএসসিসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এলাকা এবং আবাসিক হলের দেয়ালে এসব পোস্টার সাঁটানো হয়।

এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলমের নেতৃত্বে ক্যাম্পাসের হাকিম চত্বর ও কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায়ও পোস্টারিং করা হয়। এসময় শামসুন নাহার হলের ছাত্রদল কর্মী মুনমুন ইসলাম রিতু, সুফিয়া কামাল হল ছাত্রদলের কর্মী তাওহীদা সুলতানা ও তাসনিয়া জান্নাত চৌধুরি প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে ছাত্রদল মনোনীত ডাকসু-১৯’র জিএস প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১নং সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিকের নেতৃত্বে সূর্যসেন হল এলাকা ছাড়াও ক্যাম্পাসের মধুর ক্যান্টিন, কলাভবন, লেকচার থিয়েটার, ক্যাম্পাস শ্যাডোতে পোস্টার সাঁটিয়েছিল ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা যায়, গতকাল দুপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ২ দিনের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির আলোচনা সভায় ঢাকাস্থ নেতৃবৃন্দের অংশগ্রহণ। ৭ নভেম্বর সকাল ১০টায় মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। এছাড়া ৭ নভেম্বর উপলক্ষ্যে সারাদেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে পোস্টার সাঁটানো ও লিফলেট বিতরণ করা হবে।

অন্যদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ৮ নভেম্বর রাজধানীতে বিএনপি আয়োজিত র‍্যালিতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবে। 

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কর্মসূচি ঘোষণা করেছেন এবং নেতাকর্মীদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল ও সার্থক করার নির্দেশনা প্রদান করেছেন বলে বার্তায় বলা হয়েছে।

শীতের তীব্রতা কবে কমবে, জানাল আবহাওয়া অফিস
  • ০৭ জানুয়ারি ২০২৬
রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা
  • ০৭ জানুয়ারি ২০২৬
১৫ জানুয়ারির পর যৌথ বাহিনীর অভিযান জোরদার হবে: ইসি সানাউল্ল…
  • ০৭ জানুয়ারি ২০২৬
রাজধানীতে বিদেশি অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০৭ জানুয়ারি ২০২৬
ন্যায় বিচারের আশায় আজও দিন গুনছে পরিবার
  • ০৭ জানুয়ারি ২০২৬
জামায়াতের সঙ্গে জোট করায় এনসিপির ৫ নেতার পদত্যাগ
  • ০৭ জানুয়ারি ২০২৬