ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, যৌক্তিক সংস্কার চায় শিবির: সভাপতি

মঞ্জুরুল ইসলাম
মঞ্জুরুল ইসলাম   © সংগৃহীত

ছাত্ররাজনীতি নিষিদ্ধ হোক এমনটি চায় না বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (২৭) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর শিক্ষা পল্লী পার্কের অডিটোরিয়ামে এক সম্মেলনে এ বিষয়ে মন্তব্য করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। 

মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমরা ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাই না, আমরা যৌক্তিক সংস্কার চাই।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক সুহাইল। 

মঞ্জুরুল ইসলাম আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোড়ালো আবেদন বিগত ফ্যাসিস্ট সরকারের প্রণীত শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে খুব দ্রুত নতুন আলোকে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। এ ছাড়া, ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে পড়াশোনার পাশাপাশি সুন্দর রাষ্ট্র গঠনে নিজ নিজ স্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!