চাঁদপুরের ফরিদগঞ্জে বন্যাদুর্গতদের জন্য উপহার নিয়ে ছাত্রদল

০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ AM
চাঁদপুরের ফরিদগঞ্জে বন্যাদুর্গতদের জন্য উপহার নিয়ে ছাত্রদল

চাঁদপুরের ফরিদগঞ্জে বন্যাদুর্গতদের জন্য উপহার নিয়ে ছাত্রদল © সংগৃহীত

টানা কর্মসূচির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে বন্যা কবলিত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান বাপ্পী, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মুজিবর রহমান মাইকন ও শামসুল হক আনান, মুজিব হল ছাত্রদলের সিহাব হোসেন শাহেদ। এছাড়াও ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: উজ্জ্বল গাজী সহ ছাত্রদল নেতাকর্মীরা। 

সরবরাহকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, তেল, হলুদ, মরিচসহ রান্নার যাবতীয় সামগ্রী। এছাড়াও রয়েছে শুকনো খাবার, ও নিত্য প্রয়োজনীয় রসদ।

এ বিষয়ে অমর একুশে হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান বাপ্পী বলেন, ছাত্রদল সবসময় গণমানুষের পাশে দাঁড়িয়েছে। ইতিমধ্যে ছাত্রদল বিবেকের তাড়নায়, একই সাথে ছাত্রদলের হাইকমান্ডের নির্দেশে বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বন্যার্তদের সহায়তা করেছেন। তারই অংশ হিসেবে এই মহৎ উদ্যোগে আমরাও সামর্থ্য অনুযায়ী উপহার নিয়ে শামিল হয়েছি। আশা করি এতে তাঁদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় গত ২৩ আগস্ট থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে কুমিল্লা, নোয়াখালী,ফেনীসহ বন্যাকবলিত বিভিন্ন জেলায়  খাবার বিতরণ অব্যাহত রয়েছে এবং দলীয় নির্দেশনায় বন্যাকবলিত এলাকায় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের উপহার বিতরণ  কর্মসূচি চলমান আছে। 

ট্যাগ: ছাত্রদল
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ, তিন ঘণ্টা পর শাকসুর হলে…
  • ৩০ জানুয়ারি ২০২৬