আন্দোলনে নিহত আহনাফের বাসায় উপদেষ্টা নাহিদ

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫২ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
উপদেষ্টা নাহিদ ইসলাম ও আহনাফের পরবিার

উপদেষ্টা নাহিদ ইসলাম ও আহনাফের পরবিার © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শফিক উদ্দিন আহমেদ আহনাফের (১৭) পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার (৪ সেপ্টম্বর) মিরপুরের পাইকপাড়ায় নিহত কলেজ ছাত্র আহনাফের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তিনি আহনাফের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

যারা শহীদ হয়েছেন দেশ তাদের মনে রাখবে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘নাম না জানা অনেক ছাত্র-জনতা আন্দোলনে শহীদ হয়েছে। তাদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে। শহীদদের জন্যই আমরা বেঁচে আছি, স্বাধীনভাবে প্রাণ খুলে কথা বলতে পারছি।’

ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের দায়িত্ব নিতে হয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘অভ্যুত্থানের সময় ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। খুব শিগগিরই সব শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণসভা করা হবে।’

সাক্ষাতকালে আহনাফের মা, বাবা, দুই ভাই ও খালা উপস্থিত ছিলেন। শফিক উদ্দিন আহমেদ আহনাফ (১৭) রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট তিনি মিরপুর ১০-এ পুলিশের গুলিতে নিহত হয়।

৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ, তিন ঘণ্টা পর শাকসুর হলে…
  • ৩০ জানুয়ারি ২০২৬