অনাগত সন্তানকে আর দেখা হলো না, বুলেটে জীবন থেকে বিদায়
ছাত্র-জনতা আন্দোলন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৯:১৯ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৪, ০৯:৩৪ AM
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের ভূঁইয়াপাড়া গ্রামের নিরিহ বালুশ্রমিক জিন্নাতুল ইসলাম খোকন। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের বাসন থানার সামনে পুলিশের গুলিতে নিহত হন। মৃত্যুর সময় তার স্ত্রী রিনা আক্তার ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
কয়েক দিন পরই এ দম্পতির ঘর আলোকিত করে আসবে সন্তান। তাকে নিয়ে কত পরিকল্পনা। কিন্তু দুটি বুলেটেই ওলটপালট হয়ে যায় সব।
খোকনের অকাল মৃত্যুতে পুরো পরিবারই ভেঙে পড়েছে। একদিকে অনাগত সন্তান তার বাবা হারিয়েছে, অন্যদিকে একজন মা সন্তান হারিয়েছে। বাবার মুখ না দেখেই জন্ম নিতে হবে এক অসহায় শিশুকে।
খোকনের মা চম্পা আক্তার বলেন, খোকন ছাত্রদের সাথে চলতো সবসময়। সে আন্দোলনে যোগ দিয়েছিল সমাজের জন্য, সবার জন্য। এখন উপার্জন করা ছেলে হারিয়ে পরিবারও পথে বসতে যাচ্ছে। তিনি আরো বলেন, মা হয়ে ছেলের লাশ দেখা অনেক কষ্টের।
খোকনের স্ত্রী রিনা আক্তারের কান্না থামছে না। তিনি বলেন, আমার সন্তান তার বাবাকে কখনো দেখতে পাবে না।