আন্দোলনে যেকোন সহযোগিতা করবে বিএনপি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর  © টিডিসি ফটো

ছাত্রদের চলমান আন্দোলনে শুধু সমর্থনই নয়, বিএনপি সব রকম সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশবাসীকে এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বানও জানান তিনি। আজ শনিবার দুপুরে বনানীতে আটক বিএনপি নেতা নজরুল ইসলাম খান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, দেশে একটি গণজাগরণ শুরু হয়ে গেছে। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের সমস্ত জনগণ একসঙ্গে যোগ দিয়েছে। এই আন্দোলনের সবচেয়ে বড় দিক হচ্ছে সমস্ত ভয়কে উপেক্ষা করে সমস্ত মানুষ একসঙ্গে যোগ দিয়েছে। বিএনপির মহাসচিব বলেন, এবার তরুণেরা জেগে উঠেছে। তরুণদের এই জাগরণে পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। বর্তমান সরকারের অত্যাচার পাকিস্তানি হানাদার বাহিনীকে হার মানাচ্ছে বলেও দাবি করেন ফখরুল। চলমান আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর সায়েন্সল্যাব ছেড়ে শহীদ মিনারের দিকে অগ্রসর হয়েছেন আন্দোলনকারীরা। শনিবার দুপুরে সায়েন্সল্যাবে অবস্থান নিয়েছিলেন তারা। পরে অবস্থান শেষে আন্দোলনকারীরা সেখান থেকে মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে অগ্রসর হন।

শিক্ষার্থীরা বলছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ জানাতে তারা রাস্তায় নেমেছেন। সারাদেশের শিক্ষার্থীদের ওপরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও হত্যার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। এসময় শিক্ষার্থীরা, জ্বালো জ্বালো আগুন জ্বালো, স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে, দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ইত্যাদি স্লোগান দিতে থাকেন। গণমিছিলে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence