উল্টো ছাতা মাথায় শিক্ষার্থীদের বিক্ষোভ

০৩ আগস্ট ২০২৪, ০৮:২৭ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
উল্টো ছাতা মাথায় শিক্ষার্থীদের বিক্ষোভ

উল্টো ছাতা মাথায় শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলকে যুক্ত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও উল্টো ছাতা মাথায় পথসভা করেছেন। শুক্রবার (২ আগস্ট) বিকালে শহরের বাতেন খাঁ মোড়ে বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বিকেল সাড়ে তিনটার দিকে বিভিন্ন দিক থেকে খণ্ড খণ্ড মিছিল করে শহরের বাতেন খাঁ মোড়ে এসে জড়ো হন। একত্র হয়ে মিছিলটি শান্তির মোড় ঘুরে এসে বড় ইন্দারা মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভা করে। পথসভা চলাকালে আন্দোলনকারীরা ছাতা ফুটিয়ে উল্টো করে মাথায় ধরেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা আজকে বৃষ্টিতেই কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আর বৃষ্টির মধ্যে আমরা আমাদের ছাতাকে উল্টো করে ধরে একটা কর্মসূচি করছি। এটার অর্থ হচ্ছে, আমাদের ছাতা আছে; কিন্তু এটা আমাদের কোনো কাজে আসছে না। আমাদের বৃষ্টিতে ভিজতেই হচ্ছে। অনুরূপভাবে রাষ্ট্র হচ্ছে একটা ছাতার মতো। আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু রাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে না। আমাদের বিপক্ষে। আমাদের পুলিশ আছে; কিন্তু আমাদের নিরাপত্তা নাই। আমাদের স্বাধীনতা আছে, কিন্তু সরকারের মর্জির বাইরে স্বাধীনতা নাই। আমাদের গণতন্ত্র আছে, কিন্তু মতামতের স্বাধীনতা নাই।’

মিছিলটি সদর হাসপাতাল হয়ে নিমতলা মোড়ে যাওয়ার কথা থাকলেও পুলিশের কথায় তাঁরা সেখানেই মিছিল শেষ করেন। মিছিলটি সদর হাসপাতাল হয়ে নিমতলা মোড়ে যাওয়ার কথা থাকলেও পুলিশের কথায় তাঁরা সেখানেই মিছিল শেষ করেন।

দুই আলেম ও বিএনপির বিদ্রোহী প্রার্থী, ত্রিমুখী লড়াইয়ে সিলে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, আবেদন শেষ ৭ …
  • ৩১ জানুয়ারি ২০২৬
হরিণাকু্ন্ডু উপজেলা সমিতির নতুন সভাপতি ড. এম এ মজিদ, সম্পাদ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবি ভর্তি পরীক্ষায় মোবাইলসহ ধরা, উত্তরপত্র ছিনিয়ে নেওয়ার চ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসলেন সর্বমিত্র চাকমা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে নতুন কর্মসূচিতে যাচ্ছেন এমপিও…
  • ৩১ জানুয়ারি ২০২৬