‘কথা বললে মেরে ফেলব’—শিক্ষার্থীর মুখ চেপে ধরে বললেন পুলিশ কর্মকর্তা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৯:৫৪ AM , আপডেট: ০১ আগস্ট ২০২৪, ১০:৩৭ AM
কোটা সংস্কার আন্দোলনে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থী, আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। বুধবার হাইকোর্টের সামনে কর্মসূচি চলার সময় পুলিশের সঙ্গে অবস্থানকারীদের কয়েক দফা ধস্তাধস্তি হয়। এ সময় এক আন্দোলনকারীকে আটক করে নিয়ে যান এক পুলিশ কর্মকর্তা। ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আটক আন্দোলনকারী নিজেকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘চুপ, একটা কথা বলবি তোকে মেরে ফেলব।’
এ সময় আটক ওই আন্দোলনকারী বলেন, ‘আপনার কাছে রিকোস্টে করছি, আমাকে একটি সুযোগ দিলে আমি চলে যেতে পারব। আমাদের শিক্ষার্থীদের দাবি ছিল, সেখানে আপনার যা করছেন, আমরা আপনাদের সম্মান করে সেখান থেকে চলে যাচ্ছিলাম। আপনি সেখান থেকে আমাকে ধরে নিয়ে এসেছেন।’
এ সময় পুলিশ কর্মকর্তা বলেন, ‘তোমাদের ধরে নিয়ে এসেছি অন্য কিছু করার জন্য না। তোমাদের কাউন্সেলিং করতে হবে। তোমাদের মধ্যে জামায়াতের প্রেতাত্মা ঢুকেছে। এই প্রেতাত্মারা তোমাদের ব্রেনওয়াশ করছে। তাই তোমাদের কাউন্সেলিং করতে হবে।’
এ সময় ওই আন্দোলনকারী বলেন, ‘আপনি আপনার জায়গায় সঠিক, আমি আমার জায়গায় সঠিক। প্রমাণ না হওয়া পর্যন্ত আপনি আমাকে কোনো ব্লেম দিতে পারেন না। আপনার কাছে একটা রিকোস্ট, আমাকে একটা সুযোগ দিলে আমি চলে যেতে পারব।’
এ সময় আন্দোলনকারী তরুণের মুখ চেপে ধরে মোহাম্মদ ইমরুল বলেন, ‘চুপ, একটা কথা বলবি তোকে মেরে ফেলব। চুপ, মুখ চেপে ধরব। আমার কান ব্যথা করছে। আর কথা বলবি না।’
পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে আটক তরুণকে তাদের কাছে তুলে দেন ওই কর্মকর্তা।