ছাত্র ইউনিয়নের নেতৃত্বে মাহির-শুভ

সভাপতি ও সাধারণ সম্পাদক
সভাপতি ও সাধারণ সম্পাদক  © সংগৃহীত

মাহির শাহরিয়ার রেজাকে সভাপতি ও বাহাউদ্দিন শুভকে সাধারণ সম্পাদক করে ছাত্র ইউনিয়নের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। শনিবার (৮ জুন) সকালে সংগঠনের ৪২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রত্যয় নাফাক, সালমান রাহাত, হাসান ওয়ালী, মাসুম রানা জয়, রফিকুল ইসলাম, সাইফ রুদাদ, টিকলু কুমার দে, ওয়ারেছ সরকার।

সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন প্রিজম ফকির, জাহিদুল ইসলাম ইমন, কাওসার আহমেদ রিপন,। সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সৌরভ, দফতর সম্পাদক মেরাজ খান আদর।

শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন এনামুল হাসান অনয়, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম সুজন, বিজ্ঞান প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ সাকিব সোবহান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জে.এইচ সজল, সাংস্কৃতিক সম্পাদক শাওন কুমার রায়।

সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিয়া ইমরোজ ইলা, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম সাবিত।

এছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন দীপক শীল, মারিয়াম বিনতে হাসান ফারিন, সুদীপ্ত চাকমা, মুক্তাদিল জয় বাবু, তানিম মুনতাসির, নিউটন চাকমা, গোকুল সূত্রধর মানিক, তানভির মোকাম্মেল, নাহিদ হাসান প্রান্তিক, প্রশান্ত কৈরী, রাসেল আহমেদ, পরমা মোস্তফা, সাকিব শাকিল, আরিফুল ইসলাম, নাহিদ হাসান , সিয়াম আহমেদ, জান্নাতুল ফেরদৌস নির্জনা, এস এম সুইট।

নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি দীপক শীল। শপথ গ্রহণের পর নব নির্বাচিত কমিটি শহীদ মঈন হোসেন রাজুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজয় বাংলার পাদদেশে ৪২তম জাতীয় সম্মেলনের উদ্ধোধন ঘোষণা করেন প্রখ্যাত শিশু সাহিত্যিক ও ছাত্র ইউনিয়নের দলীয় সংগীতের রচয়িতা আখতার হুসেন। পরে কাউন্সিল অধিবেশন ৭ ও ৮ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ