ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা বুয়েটের দুর্ভাগ্য: আইনুন নিশাত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ১২:০১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) ছাত্ররাজনীতি ফিরিয়ে আনতে ছাত্রলীগের চলমান আন্দোলন বুয়েটকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে—বলে মন্তব্য করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত। রোববার (৩১ মার্চ) গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক আইনুন নিশাত বলেন, ‘ছাত্রলীগ মানেই তো সরকার। যখন সরকারি দলের সাধারণ সম্পাদক এর সঙ্গে জড়িত হন, তার মানে পুরো দলই জড়িত হয়ে গেছে। এটা বুয়েটের দুর্ভাগ্য। একটা প্রতিষ্ঠান, যেখানে মোটামুটি ভালো পড়াশোনা হচ্ছিল। আস্তে আস্তে তাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।’
বুয়েটে ছাত্ররাজনীতি থাকা না-থাকার বিষয়ে তিনি বলেন, ‘এখনকার বুয়েটের অবস্থা তো বলতে পারব না। শিক্ষকদের মনোভাবটাও বলতে পারব না, শিক্ষার্থীদের মনোভাবও বলতে পারব না। যতটুকু জানি, বুঝি—প্রতিষ্ঠানটা বদলায়নি। এখানে সবাই পড়াশোনা করতেই আসে। পড়ার চাপও থাকে বেশি। কাজেই এটাকে অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেলানো যাবে না। এর মধ্যে শিক্ষার্থীদের একটা অংশ থাকে, যারা পড়াশোনার ব্যাপারে উৎসাহী না। সংখ্যাগরিষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মত অনুযায়ী চলা উচিত।’