জিয়াউর রহমানের মাজারে ছাত্রদলের নবগঠিত নেতাদের শ্রদ্ধা

জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটি
জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটি  © দপ্তর

বিএনপি প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটি। শুক্রবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর শের-ই-বাংলা নগরে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করেন নেতাকর্মীরা।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে ছাত্রদলের নতুন নেতৃত্ব পাওয়া সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির সহ-অর্থ সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিএনপি নেতা ড. আসাদুজ্জামান রিপন, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন নতুন নেতৃত্ব পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন, যুগ্ম সম্পাদক শামীম আক্তার শুভ, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভুইয়া ইমনসহ অন্যান্য নেতারা।

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান।

এরপর ড. মঈন খান ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য দেন। দোয়া শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবগঠিত ছাত্রদলের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা শের-ই-বাংলা নগর এলাকায় আসতে শুরু করে। এ সময় জিয়াউর রহমানের স্মরণে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকে। স্লোগানের মাধ্যমে জিয়াউর রহমানকে সালাম দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নতুন নেতৃত্ব পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহবস্থান নিশ্চিত করা এখন একমাত্র লক্ষ্য থাকবে নবগঠিত শাখা ছাত্রদলের। এছাড়া অতীতের মতো আগামী দিনেও রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ঢাবি ছাত্রদল।

উল্লেখ্য, ১ মার্চ কেন্দ্রীয় ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য হলেন সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরিফ প্রধান শুভ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence