কলাবাগানে ছাত্রদলের মিছিলে পুলিশের ধাওয়া
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:১০ PM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৪ PM
বিএনপির ৪৮ ঘন্টা অবরোধ সমর্থনে বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এসময় মিছিলটি কলাবাগানে এসে পৌঁছালে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে মিছিলটি মিরপুর রোড ধানমণ্ডি এ আর এ সেন্টারের সামনে থেকে শুরু হয়ে কলাবাগান বাস স্ট্যান্ড পৌঁছালে পুলিশের হামলার মুখে পড়ে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও মেরুদণ্ডহীন ইসি কর্তৃক ঘোষিত অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক শাকির আহমেদ, জসীম উদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল মাসুদ।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মাহের হোসেন, সহ প্রশিক্ষণ সম্পাদক পি কে মেহেদী হাসান, সহ মুক্তিযোদ্ধা সম্পাদক লাবু ব্যাপারী, অমর একুশে হল ছাত্রদল সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পি, ফজলুল হক মুসলিম হলের দপ্তর সম্পাদক সোহানুর রহমান সোহাগ।
আরো উপস্থিত ছিলেন, মাসুম বিল্লাহ, যুগ্ন-আহবায়ক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল, শামিম হাওলাদার ,সহ-সভাপতি, ঢাকা কলেজ ছাত্রদল, মোহাম্মদ উজ্জ্বল গাজী-দপ্তর সম্পাদক,ঢাকা কলেজ,পারভেজ হাওলাদার, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল, সহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদল, রাশিকুল ইসলাম শাহিল, সিনিয়র সহ-সভাপতি, ইন্টারন্যাশনাল হল ছাত্রদল (ঢাকা কলেজ), আহমেদ সাফওয়ান ভূঁইয়া, ঢাকা কলেজ ছাত্রদল, মেহেদী হাসান (মহানগর দক্ষিণ ছাত্রদল), কে,এম আব্দুল্লাহ আজাদ-সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল, হিমু আহমেদ (মহানগর উত্তর), উজ্জল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল, নাঈম ইসলাম আকাশ –ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল, আরেফিন ইলিয়াস- তিতুমীর কলেজ ছাত্রদল, মোঃ শয়ন- ঢাকা মহানগর উত্তর ছাত্রদল, জুবায়েত -ঢাকা কলেজ ছাত্রদল, ইসলাম উদ্দিন -ঢাকা কলেজ ছাত্রদল, মিলন -ঢাকা মহানগর দক্ষিণ, আজিজুল- ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সহ আরো অনেক ছাত্রদলের নেতাকর্মী।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক শাকির আহমেদ বলেন, মেরুদণ্ডহীন ইসি কর্তৃক অবৈধ তফসিল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী সহ সকল স্তরের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।। অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য জনগনের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে তাদের আন্দোলন, সংগ্রাম চালিয়ে যাবে।। ছাত্রদল রাজপথে থেকে লুন্ঠিত গনতন্ত্রকে আবার ফিরিয়ে আনবে ইন শা'আল্লাহ।