দুই ছাত্রদল নেতা গ্রেফতার, কেন্দ্রীয় ছাত্রদলের নিন্দা

২৭ আগস্ট ২০১৮, ১১:৪০ AM
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান © ফাইল ফটো

ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান। আজ সংগঠনটির দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঈদ উদযাপনের জন্য ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন রাসেল নিজ গ্রামের বাড়ী পাবনায় গেলে আওয়ামীলীগ নেতাকর্মীরা তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে। এছাড়া ভোলার তজুমদ্দিন উপজেলা ছাত্রদল নেতা রুবেল হোসেনকে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা তুলে নিয়ে চাঁদার দাবি করে, চাঁদা দিতে অস্বীকার করায় তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।

এর নিন্দা জানিয়ে নেতৃদ্বয় বলেন, সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর বেপরোয়া ভাবে গ্রেফতার, গ্রেফতারের পর একের পর এক মামলা দায়ের স্বৈরশাসনের চুরান্ত বহিঃপ্রকাশ। নিজেদের সীমাহীন অনাচার এবং চরম ব্যর্থতা আড়াল করতে ছাত্রদল নেতাদের গ্রেফতার করছে। আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগ-আইনশৃঙ্খলা বাহিনী এক হয়ে ছাত্রদল নেতা-কর্মীদের উপর ঝাপিয়ে পড়েছে।পাবনা থেকে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন রাসেল ও ভোলা থেকে ছাত্রদল নেতা রুবেল হোসেনকে গ্রেফতার তারই একটি উদাহরণ মাত্র।

নেতৃদ্বয় গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন রাসেল ও রুবেল হোসেন এর নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, নির্যাতন- নিপিড়ন বন্ধ না হলে জনগণের সন্মিলিত প্রতিরোধেই এই অত্যাচারি সরকারকে প্রতিহত করা হবে ।

প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে আলোচনা চলছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
বয়কট গুঞ্জনের মাঝেই বিশ্বকাপ ইস্যুতে নতুন সিদ্ধান্ত পাকিস্ত…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ৩ নেতা বহিষ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ২৮ নেতাকে বহিষ্কার ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রিয় সিনেমার নাম জানালেন তারেক রহমান
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত নেতা নিহতে প্রতিবাদে মশাল মিছিল করবে এনসিপি
  • ২৯ জানুয়ারি ২০২৬