রক্ত দিয়ে হলেও দেশের মানুষকে নিরাপদে রাখবো: সৈকত
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৩০ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেছেন, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সময়ে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সবগুলোই এই বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে। শিক্ষার্থীরা এই রাজপথে দাঁড়িয়ে বুকের তাজা রক্ত ঝরিয়েছে। প্রয়োজনে আবার ঝরাবো। রক্ত দেবো, তারপরও দেশের মানুষদের নিরাপদে রাখবো।
ট্রাক শ্রমিক বেলাল হোসেনের মৃত্যুর প্রতিবাদে সোমবার (০৪ ডিসেম্বর) দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধনে একথা বলেন তিনি।
সৈকত বলেন, যারা এদেশে অগ্নি সন্ত্রাস করছে—যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে প্রতিহত করতে না পারেন তাহলে আমাদেরকে অনুমতি দেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী দেশের জন্য রক্ত ঝরাতে প্রস্তুত আছি।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের কাছে মানুষের দাম তিন হাজার টাকা: সাদ্দাম
তিনি বলেন, ২০১৩, ১৪, ১৫ সালে বিএনপি জামাতের এ ধরনের অগ্নিসন্ত্রাসের কারণে দেশে একটি বার্ন ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়েছিলো। দেশে আবার নতুন করে কোনো বার্ন ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হোক সেটা আমরা আর চাই না। তখন যদি তাদের বিচার ঠিক মতো করা হতো, তাহলে আজ তারা আবার এ ধরনের অগ্নিসংযোগ করার সাহস দেখাতো না।
মানববন্ধনে সভাপতিত্ব করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় বক্তব্য রেখেছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন ছাত্রলীগের নেতারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে সৈকত বলেন, যদি সত্যিকারের অগ্নিসন্ত্রাসের বিচার করা হতো, তাহলে আজকে তারেক রহমানকে লন্ডন থেকে নিয়ে এসে বিচার করা হতো। আমরা এখান থেকে দাবি জানাতে চাই, এই অগ্নিসন্ত্রাসের মূল হোতা তারেক জিয়াকে দেশে এনে বিচারের আওতায় আনা হোক।