বিএনপির ডাকা অবরোধের সমর্থনে জাবি ছাত্রদলের বিক্ষোভ
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ১২:৪৭ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৩, ১২:৫০ PM
সরকার পদত্যাগের ১ দফা দাবিতে চলমান সরকারবিরোধী আন্দোলনে ষষ্ঠ দফায় করা বিএনপির সড়ক, নৌ ও রেলপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে দশটায় এই বিক্ষোভ মিছিল করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের সি এন্ড বি মোড় থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের গেইটে এসে শেষ হয়।
এসময় তারা অবিলম্বে ঘোষিত তফসিল বাতিল করে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানান।
বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান সোহান বলেন, 'সরকারের আজ্ঞাবহ আউয়াল কমিশনের ঘোষিত তফসিল বাতিল করে সকল দলের সাথে আলোচনা সাপেক্ষে নতুন নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সাধারণ ছাত্রদের সাথে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে।'
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান শুভ, ছাত্রদলনেতা সেলিম রেজা, শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদের মার্জুক, ছাত্রদলনেতা নাইমুল হাসান কৌশিক, সফিকুল ইসলাম, হোসাইন আল রাশেদ বাদল, সাহানুর রহমান সুইট, এম আর মুরাদ, রাজু আহমেদ রাজন, নিশাত আব্দুল্লাহ, আল আমিন, রাজু, রিফাত, নাইম প্রমুখ৷