নব্বইয়ের ছাত্রনেতা সাইফুদ্দিন আহমেদ মনির আর নেই

১৩ অক্টোবর ২০২৩, ০৪:৫১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
সাইফুদ্দিন আহমেদ মনি

সাইফুদ্দিন আহমেদ মনি © ফাইল ছবি

ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর মীরপুরের বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

তার বড় ভাই মাইনুদ্দিন আহমেদ জানান, ও দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। গত কয়েকদিন ধরে ডাক্তাররা বলেছিলেন, ওর অবস্থা সংকটজনক। আজ দুপুর ১২টা দিকে চলে গেল।

পরিবারের সদস্যরা জানান, সাইফুদ্দিন আহমেদ মনির মরদেহ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মহেশপুরে তাদের গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে তাকে।

নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠনকে নিয়ে গড়ে ওঠা ছাত্র ঐক্যর অন্যতম নেতা ছিলেন সাইফুদ্দিন আহমেদ মনি।

ছাত্রজীবন শেষে তিনি অলি আহমেদের ডেমোক্রেটিক লীগে যুক্ত হন এবং পরে দলটির সাধারণ সম্পাদক হন।

রাজনীতির পাশাপাশি কবিতা ও ছড়া লিখতেন মনি। তার সংকটাপন্ন অবস্থার কথা শুনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ হাসপাতালে ছুটে যান। সেখানে গিয়ে জানতে পারেন, মনি আর নেই। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান বিএনপি মহাসচিব।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নব্বইয়ের ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, জাগপার খন্দকার লুতফুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনডিপির চেয়ারম্যান আবু তাহের এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন।

দুদকের মামলার গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর
  • ২৮ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় নদীর পাড় কেটে মাটি বিক্রি, ৩ জনের কারাদণ্ড
  • ২৮ জানুয়ারি ২০২৬
জামিনে বেরিয়েই বাদীর বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা, আহত ৭
  • ২৮ জানুয়ারি ২০২৬
দাঁড়িয়ে থাকা সিএনজিতে ট্রাকের ধাক্কা, মাদ্রাসাছাত্রীসহ নিহত…
  • ২৮ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পাওয়ার আবেদন কর…
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি— কোন প্রতিষ্…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage