ছাত্র কনভেনশন থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

সিদ্দিকুর রহমান নাহিদ
সিদ্দিকুর রহমান নাহিদ  © সংগৃহীত

নরসিংদী জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে কেন্দ্রীয় সংগঠন। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ছাত্রদলের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্র ঐক্যের কনভেনশন চলাকালে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত সন্ধান মেলেনি তার। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হলেও তাঁরা নাহিদকে গ্রেপ্তার বা আটকের বিষয়টি অস্বীকার করছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে 
বিএনপি মহাসচিব বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধীদলীয় নেতা–কর্মীকে আটক এবং হদিস না দেওয়াটা ভয়াবহ অমানবিক ও দস্যুবৃত্তিমূলক কাজ। আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরনের ঘটনাকে একটি সংস্কৃতিতে পরিণত করেছে।’

আরও পড়ুন: ডিবি পরিচয়ে অপহরণ, সাবেক ৩ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রের মদদে এখনো বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। জাতীয়তাবাদী ছাত্রদল—নরসিংদী জেলা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক তুলে নিয়ে যাওয়া ও হদিস না দেওয়ার লোমহর্ষক ঘটনা নিঃসন্দেহে অশুভ উদ্দেশ্যপ্রণোদিত। সিদ্দিকুর রহমান নাহিদ নিখোঁজ থাকার ঘটনায় তাঁর পরিবার ও বিএনপি নেতা–কর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।’  অবিলম্বে সিদ্দিকুর রহমান নাহিদকে প্রকাশ্যে উপস্থিত করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এর আগেও তাকে অপহরণ করে দীর্ঘ নয় মাস গুম করে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে অস্ত্র উদ্ধার দেখিয়ে কারাগারে পাঠানো হয় বলে অভিযোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence