‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্রঐক্য’র ছাত্র কনভেনশন আজ

১১ অক্টোবর ২০২৩, ১১:২৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
ছাত্র কনভেনশনকে সামনে রেখে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের লিফলেট বিতরণ

ছাত্র কনভেনশনকে সামনে রেখে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের লিফলেট বিতরণ © টিডিসি ফটো

সার্বজনীন শিক্ষা ব্যবস্থা, নিরাপদ ক্যাম্পাস ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) ঢাকায় ছাত্র কনভেনশন অনুষ্ঠিত হবে। এ দিন দুপুর ১২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্রঐক্য’র উদ্যোগে এই কনভেনশন শুরু হবে।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক ও ছাত্র নেতৃবৃন্দ।

জানা গেছে, সারা দেশে ছাত্রদলের জেলা ও জেলা পদমর্যাদার ১১৭টি সাংগঠনিক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা এই ছাত্র কনভেনশনে অংশগ্রহণ করবেন। এছাড়া বাকি ১৪টি ছাত্র সংগঠনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকেরাও কনভেনশনে আসবেন। থাকবেন ছাত্রদলের সাবেক নেতারাও।

এদিকে, ছাত্র কনভেনশকে সামনে রেখে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টারিং ও ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের ৯ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেছে শাখা ছাত্রদল। এতে শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। এসময় আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, মোঃ তরিকুল ইসলাম তারিক, সাদ্দাম হোসেন, রাজু আহম্মেদ, আবু হান্নান তালুকদার, ইব্রাহিম খলিল।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর ৯ দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলনের শরিক ১৫টি ছাত্র সংগঠনের সমন্বয়ে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য’ নামে নতুন ছাত্রজোটের আত্মপ্রকাশ ঘটে।

এই ছাত্রজোট সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির নেতৃত্বে চলমান যুগপৎ আন্দোলনে সহযোগী শক্তি হিসেবে কাজ করবে।

ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্যের জোটে থাকা ১৫ ছাত্র সংগঠন হলো- জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ (নুর), ছাত্রলীগ (জেএসডি), গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি), নাগরিক ছাত্রঐক্য, জাগপা ছাত্রলীগ (জাগপা-তাসমিয়া), ছাত্রফোরাম (গণফোরাম-মন্টু), ভাসানী ছাত্রপরিষদ, জাতীয় ছাত্রসমাজ (কাজী জাফর), জাতীয় ছাত্রসমাজ (বিজেপি-পার্থ), জাগপা ছাত্রলীগ (জাগপা-লুৎফর), ছাত্র জমিয়ত বাংলাদেশ, বিপ্লবী ছাত্র সংহতি এবং রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন।

জানা গেছে, ছাত্র কনভেনশন শেষে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য’। তাদের লক্ষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক আন্দোলন। যদিও আন্দোলন-সংগ্রামের সূতিকাগার হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে দাঁড়াতে পারছে না ছাত্রদল। তবে একদফা দাবিতে বিএনপির চূড়ান্ত ধাপের আন্দোলন শুরু হলে ছাত্রদলও তখন ঢাবিতে আন্দোলন জোরদার করবে।

এদিকে, শারদীয় দুর্গাপূজার পরে চলমান অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে সরকারবিরোধী চূড়ান্ত ধাপের আন্দোলনে নামার পরিকল্পনা রয়েছে বিএনপির।

নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ৭৫টি মোটরসাইকেল ও সিএনজি জব্দ
  • ১১ জানুয়ারি ২০২৬
মোটরসাইকেল বিক্রির সময় দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক…
  • ১১ জানুয়ারি ২০২৬
খাগড়াছড়িতে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে য…
  • ১১ জানুয়ারি ২০২৬
বাউফলে দুই বান্ধবীকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ 
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9