বিএনপি তরুণদের সাথে প্রহসন করছে: সাদ্দাম

২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৪ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
সাদ্দাম হোসেন

সাদ্দাম হোসেন © ফাইল ফটো

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আজকে রোডমার্চ করার তামাশা দেখানো হচ্ছে। তরুণদের সঙ্গে প্রহসন করা হচ্ছে। আজকে তাদের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বলবো এ কিশোরগঞ্জ-সিলেট, সিলেট-ঢাকা, চিটাগাং-ঢাকা রোডমার্চ করে আপনাদের কোনো লাভ নেই।

মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রলীগের সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাদ্দাম হোসেন বলেন, আজকে ইটনার এ অডিটোরিয়াম থেকে ঘোষণা দিতে চাই— লন্ডনের চোরের মন্তব্য, বাংলাদেশের গন্তব্য নির্ধারণ করবে না। আমরাই নির্ধারণ করবো বাংলাদেশের আগামী। আমরা নির্ধারণ করবো দেশের ভবিষ্যৎ। আমরাই নিশ্চিত করবো আগামী দিনের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রাজনৈতিক বিজয়।

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের ভাগ্য আমরা নির্ধারণ করবো নাকি বিদেশিরা নির্ধারণ করবে সেই ধরনের রাজনৈতিক বাস্তবতা তৈরির চেষ্টা করা হচ্ছে। লাখো শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশের সংবিধানের চেয়ে বিদেশিদের প্রেসক্রিপশন গুরুত্বপূর্ণ মনে করার চেষ্টা করা হচ্ছে। ভোটের মাধ্যমে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে। আমরা জনগণের কাছ থেকে ম্যান্ডেড আদায় করবো সেটি নয়, বিদেশিদের কাছ থেকে ম্যান্ডেড আদায় কারা চেষ্টা করা হচ্ছে। নির্বাচনের জন্য, আন্দোলনের জন্য জনগণের দ্বারে দ্বারে আজকেও ঘুরছে না অনেকেই দূতাবাসে দূতাবাসে ঘোরাফেরার চেষ্টা করছে। আমাদের যে আত্মমর্যাদা রয়েছে। গণতন্ত্র উন্নয়ন ও সুশাসনে আমাদের যে দায়বদ্ধতা রয়েছে এটিকে আজকের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চোরদের বাঁচানোর রাজনীতি করা হচ্ছে।

ছাত্রলীগ আরো বলেন, সভাপতি বলেন, সিলেট-ঢাকা, চিটাগাং-ঢাকা রোডমার্চ করে আপনাদের কোনো লাভ নেই। একমাত্র লাভ হতে পারে আপনারা যদি লাহোর-রাওয়ালপিন্ডিতে লংমার্চ দেন। গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে ১৯তম বারের মতো ভাষণ দিয়েছেন। আজকে আমরা এখান থেকে ঘোষণা করতে চাই আগামী ২০২৪ সালের সেপ্টেম্বর মাসেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন। তখনো আপনাদের লংমার্চ করতে হবে রোডমার্চ করতে হবে। জনগণ আপনাদের ডাকে সাড়া দেবে না।

চাঁপাইনবাবগঞ্জে শীতবস্ত্র বিতরণে ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্ন…
  • ১২ জানুয়ারি ২০২৬
মহেশখালীতে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে ভয়াবহ অগ্নিক…
  • ১২ জানুয়ারি ২০২৬
সরকারি বরাদ্দের ৫ ভাগ টাকা কাজে লাগে, বাকিটা ভাগ-বাঁটোয়ারা…
  • ১২ জানুয়ারি ২০২৬
রেজাল্টে এগিয়ে থাকা ১১ জন আউট, নিয়োগ পেলেন প্রো-ভিসির কন্যা
  • ১২ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াত নিয়ে সংঘর্ষে সাবেক ইউপি সদস্য …
  • ১২ জানুয়ারি ২০২৬
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস হয়নি: অধিদপ্তর
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9