মোটরসাইকেল থেকে পড়ে ছাত্রলীগ নেতা নিহত, আহত বান্ধবী

২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৯ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM
ছাত্রলীগ নেতা অভি রহমান

ছাত্রলীগ নেতা অভি রহমান © সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা তার বান্ধবী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের নিংগইন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ নেতার নাম অভি রহমান (২০)। নিহত অভি উপজেলার থাঐল গ্রামের শওকত আলীর ছেলে। সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি ওই কলেজ শাখা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন। 

এলাকাবাসী জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে অভি তার বান্ধবী মিলুকে নিয়ে মোটরসাইকেল যোগে নাটোর যাচ্ছিলেন। রাত পৌনে নয়টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের নিঙ্গইন এলাকায় পৌঁছালে নাটোর থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।

এতে অভি এবং তার বান্ধবী মিলু রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এ সময় এলাকাবাসী তাদের উদ্ধার করে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করেন। অভির আহত বান্ধবী মিলুকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, অভি মোটরসাইকেলে তার বান্ধবীকে নিয়ে সিংড়া থেকে নাটোর শহরে যাচ্ছিলেন। নিংগইন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন অভি। সেই সঙ্গে তার বান্ধবী আহত হন। স্থানীয়রা এগিয়ে এলে ট্রাক রেখে পালিয়ে যান চালক ও সহকারী।

শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়াতে পল্লবীতে শুরু হল ব্যাডমিন্ট…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের দুদিনের সফরসূচি প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতির নেপথ্যে যে যুক্তি সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রথম পডকাস্টে ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরে যা বললেন…
  • ২৯ জানুয়ারি ২০২৬