চীন সফর শেষে দেশে ফিরেছেন ছাত্রলীগের ১৯ সদস্যের প্রতিনিধিদল

২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
চীন সফর শেষে দেশে ফিরেছেন ছাত্রলীগের ১৯ সদস্যের প্রতিনিধিদল

চীন সফর শেষে দেশে ফিরেছেন ছাত্রলীগের ১৯ সদস্যের প্রতিনিধিদল © সংগৃহীত

চীন সফর শেষে বাংলাদেশ ছাত্রলীগের ১৯ সদস্যের যুব প্রতিনিধিদল দেশে ফিরেছেন। তারা বাংলাদেশ আওয়ামী লীগের যুব প্রতিনিধি হিসেবে দেশটি সফর করেছেন। সফরের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের একজন নেতা। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির ওই নেতা ফেসবুকে চীন সফরের ছবি পোস্ট করেছেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা দেয় ১৯ সদস্যের ওই যুব প্রতিনিধিদল। তাদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের ১৫ নেতা ছিলেন। সফর শেষে ১৭ সেপ্টেম্বর রাতে তারা ঢাকায় ফেরেন।

যুব প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক সাকিব আল হাসান। দলে আরও ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আকিব মোহাম্মদ ফুয়াদ, কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক সাফওয়ান চৌধুরী, ছাত্রী ও নারী উন্নয়নবিষয়ক সম্পাদক নোশিন শারমিলি প্রমুখ।

ফেসবুকে চীন সফরের ছবি শেয়ার করে সাকিব লিখেছেন, ‘১২-১৭ সেপ্টেম্বর পর্যন্ত ছাত্রলীগের একটি দল চীন সফর করে। সেই সফর পুরোপুরি সফল হয়েছে। চীনের আনহুই প্রদেশ সফরকালে আমরা সেখানকার অনেক বিশ্ববিদ্যালয়, জাদুঘর, ঐতিহাসিক স্থান, উদ্ভাবনী প্রতিষ্ঠান এবং মডেল গ্রাম, সিটি ওয়াল পরিদর্শন করি।’

এদিকে, ঢাকার চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজেও ওই সফরের ছবি পোস্ট করা হয়। তাতে বলা হয়, চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতারা এবং আনহুই প্রদেশের আন্তর্জাতিকবিষয়ক কার্যালয় বাংলাদেশের যুব প্রতিনিধিদলের সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁরা চীন ও বাংলাদেশের মধ্যে আন্তদলীয় যুববিনিময় শক্তিশালী করতে নির্দেশনা তুলে ধরেন।

স্বর্ণের ভরি কি ৩ লাখ ছাড়াবে— দাম বাড়ার নেপথ্যে কী
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার গঠন ক…
  • ২৮ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ২৮ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘোষণা
  • ২৮ জানুয়ারি ২০২৬
বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়াসহ ট্রাক জব্দ, চালককে জরিমানা
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage