আপনার থেকে বেশি শিক্ষার্থীদের নেতৃত্ব দেই: সৈকতকে রিভা

তামান্না জেসমিন রিভা ও তানভীর হাসান সৈকত
তামান্না জেসমিন রিভা ও তানভীর হাসান সৈকত  © সংগৃহীত

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে সাত কলেজ ছাত্রলীগের কমিটি হওয়ার সুযোগ নেই’—ঢাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে রিভা একটি স্ট্যাটাস দিয়েছেন।

নিজের ফেসবুক স্ট্যাটাসে রিভা লিখেছেন, আপনি আগে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র পড়েন তারপর কথা বলেন। একটা জেলা ইউনিটকে কোন সাহসে আপনি উপজেলা ইউনিটে নামাতে চান? আপনি যত শিক্ষার্থীর নেতৃত্ব দিন আমি তার থেকে বেশি শিক্ষার্থীর নেতৃত্ব দেই।

এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক (টিএসসি) মিলনায়তনে অধিভুক্ত সাত সরকারি কলেজ শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সংকট নিরসনে মতবিনিময় সভা আয়োজন করে ঢাবি ছাত্রলীগ। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈকত এসব কলেজগুলোতে নিজেদের সংগঠনের কমিটির বিষয়ে এমন বক্তব্য দেন।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত বলেছেন, ‘‘অধিভুক্ত সাত সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আসবে কি না এ প্রশ্ন থাকারই কথা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে সাত কলেজের কমিটি হওয়ার কোনো সুযোগ নেই।’’

সৈকতের এমন  বক্তব্য গণমাধ্যমে প্রচারের পর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে এ বিষয়ে সাত কলেজের অন্তত দায়িত্বশীল শীর্ষ ১০-১২ জন ফেসবুকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

ঢাবি ছাত্রলীগ সভাপতির বক্তব্যের প্রতিক্রিয়ায় সাত কলেজ থেকে ঢাবির কমিটিতে নিজেদের অন্তর্ভুক্তি দাবি জানান। তিনি লিখেন, বাংলাদেশ ছাত্রলীগে সভাপতি সাধারন সম্পাদক কাছে দাবি, জানাচ্ছি আগে ঢাবির অধিভুক্ত সাত কলেজ ছাত্রলীগের যোগ্য কর্মীদের মধ্যে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হোক। 


সর্বশেষ সংবাদ