চট্টগ্রামে বন্যার্তদের পাশে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ১২:১৬ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৩, ০২:৫৮ PM
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'পক্ষ থেকে' ত্রাণ বিতরণ করেছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এসময় প্রায় ৭০০ মানুষের কাছে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের বিষয়ে ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান পিয়াস বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় দুর্যোগ দুর্বিপাকে অসহায় মানুষের সাথে রয়েছে। দেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের বিভিন্ন জায়গা পরিবেশের ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। টেকসই পরিবেশ বিনির্মানে দেশরত্ন শেখ হাসিনা যে নির্দেশনা প্রদান করেছেন, দেশের সকল পর্যায়ের মানুষের সেগুলো অনুসরণ করা অতি প্রয়োজন ও নিজেদের জায়গা থেকে আমাদের প্রতিবেশের নিবিড় পরিচর্যা আমাদেরই করতে হবে। এভাবেই আমরা পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারব বলে আশা রাখি।
ত্রান বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মোঃ আমিরুজ্জামান পিয়াস, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম সজিব ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম অদি এবং চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।