চুরি করা গরু বিক্রি করতে যাওয়ার পথে আটক ছাত্রলীগ নেতা 

চুরি করা গরু বিক্রি করতে যাওয়ার পথে পুলিশের হাতে আটক তিন আসামি
চুরি করা গরু বিক্রি করতে যাওয়ার পথে পুলিশের হাতে আটক তিন আসামি  © টিডিসি ফটো

সিলেটের গোলাপগঞ্জে চুরি করা গরু বিক্রি করতে নিয়ে যাওয়ার পথে মুন্না আহমদ (৩০) সহ ৩ জনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। তারা একটি গাড়িতে করে চুরি করা একটি গরু বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। 

বুধবার (৯ আগস্ট) দিবাগত রাত ৪ টার দিকে উপজেলার পৌর এলাকার ঘোষগাঁও মাদ্রাসার সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মুন্না আহমদ বর্তমানে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দায়িত্বে রয়েছেন। তিনি বাঘা ইউনিয়নের রুস্তমপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। আটক অন্য দুজন হলেন উপজেলার  লক্ষীপাশা ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে আব্দুল কাদির (৩৫), বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামের ইউছুফ আলীর ছেলে মনোয়ার হোসেন (৪২)। 

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একদল লোক চোরাই গরু বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। তখন তৎক্ষণাৎ গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক পার্থ সারথী দাশের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দ্রুত গতিতে গাড়িসহ গরু নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পালিয়ে যাওয়ার সময় আসামিদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের কাছে তারা স্বীকার করে গরুটি শাহপরান (রহ.) থানা এলাকা থেকে চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে তাদের ৩ জনকে চোরাই গরু ও গরু বহন করার কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়িসহ আটক করা হয়—রফিকুর ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), গোলাপগঞ্জ মডেল থানা, সিলেট।

পুলিশ আরও জানিয়েছে, আটকের পর তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং: ৮/১৯৩ তাং, ১০/৮/২০২৩ ইং) দায়ের করা হয়েছে। তারা উপজেলা বিভিন্ন গ্রাম থেকে গরু চুরি করে সিলেটের বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করে বলে স্বীকার করেছে।

এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মান্না আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে মুন্নার ছাত্রলীগের দায়িত্বে থাকার বিষয়টি অস্বীকার করেন। তবে পরবর্তীতে তিনি বিষয়টি স্বীকার করে জানান, আটক মুন্না আহমদের নাম ভুলবশত কমিটিতে এসেছে। কমিটি হওয়ার পর থেকে আমরা কোন কার্যক্রমে তাকে দাওয়াত দেইনি।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুর ইসলাম জানিয়েছেন, পুলিশ অভিযান চালিয়ে আসামিদের আটক করেছে। বর্তমানে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence