ছাত্র অধিকার পরিষদের অসন্তোষ প্রকাশ্যে, সংগঠন ছাড়ছেন ঢাবির নেতারা

২৩ জুলাই ২০২৩, ১১:১২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সংবাদ সম্মেলন ডেকেছে ঢাবি শাখা ছাত্র অধিকার পরিষদ

সংবাদ সম্মেলন ডেকেছে ঢাবি শাখা ছাত্র অধিকার পরিষদ © সংগৃহীত

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের টালমাটাল অবস্থার মধ্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দ্বন্দ্বও প্রকাশ্যে এসেছে। কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে আজ রোববার সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। এতে বড় ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঢাবি শাখার নেতারা জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের গঠনতন্ত্র লঙ্ঘন ও লেজুড়বৃত্তিক অবস্থানের বিষয়ে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।

ছাত্র অধিকার পরিষদে ঢাবি শাখার সভাপতি আসিফ মাহমুদ নিজেই বিষয়টি ফেসবুকে ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সঙ্গে এক দীর্ঘ যাত্রার ইতি টানার সময় হয়েছে। যে প্রতিশ্রুতি, স্বপ্ন নিয়ে এ প্লাটফর্মটাকে গড়ে তোলায় গত পাঁচ বছর অক্লান্ত পরিশ্রম, হামলা, মামলা, কারাবন্দী হয়েছি, আজ এই প্লাটফর্মে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন সম্ভব না। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তার শিকড় ভুলে গেছে।’

তার ভাষ্য, গতানুগতিক লেজুড়বৃত্তিক ধারার বাইরে যে নতুন ধারার স্বপ্ন দেখিয়ে শিক্ষার্থীদের ম্যান্ডেট, আশা, ভরসায় স্থান পেয়েছিলাম আমরা, আজ নেতৃত্বের লেজুড়বৃত্তিক মনস্তত্ত্ব, জাতীয় রাজনীতির উচ্ছিষ্টভোগের বাসনার কাছে তা পরাজিত হয়েছে। শিক্ষার্থীদের দেয়া প্রতিশ্রুতি কিংবা দেখানো স্বপ্ন ভঙ্গের দায় আমরা নেব না।’

এ বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা সংগঠনের সমস্যা নিয়ে দীর্ঘদিন কথা বলে আসছি। কিন্তু কিছুই হয়নি। আমরা চেয়েছিলাম, শুরুতে ঘোষণাপত্র যা ছিল, সে অনুযায়ী সংগঠন চালানোর। কিন্তু তা মানা হয়নি। এ কারণে আমরা ছাত্র অধিকার পরিষদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। সংবাদ সম্মেলনে সে ঘোষণাই দিতে চাচ্ছি।

তবে গণ অধিকার পরিষদের অস্থিরতার বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। যদিও সমঝোতার মাধ্যমে দল ভালোভাবে চলুক, সেটা চান বলে জানান আসিফ মাহমুদ।

স্বর্ণের ভরি কি ৩ লাখ ছাড়াবে— দাম বাড়ার নেপথ্যে কী
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার গঠন ক…
  • ২৮ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ২৮ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘোষণা
  • ২৮ জানুয়ারি ২০২৬
বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়াসহ ট্রাক জব্দ, চালককে জরিমানা
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage