লিফলেট বিতরণের অনুমতি চাওয়ায় ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে বাদানুবাদ অধ্যক্ষের

২৩ জুন ২০২৩, ১০:৪৪ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের বাদানুবাদ

বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের বাদানুবাদ © সংগৃহীত

আগামী ২৪ জুনে অনুষ্ঠেয় তারু‌ণ্যের সমা‌বেশ সফল কর‌তে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে লিফলেট বিতরণের অনুমতি চেয়েছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ জন্য কলেজ অধ্যক্ষ অধ্যাপক মু. মোস্তফা কামালের কক্ষে যান তারা।

তবে অধ্যক্ষের কক্ষে ছাত্রদল নেতাদের সঙ্গে বাদানুবাদ হয়েছে তার। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে। যদিও অধ্যক্ষ অভিযোগ অস্বীকার করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তারুণ্যের সমাবেশের লিফলেট বিতরণ করতে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে যান কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েলসহ সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা। তারা লিফলেট বিতরণের অনুমতি নিতে অধ্যক্ষ মোস্তফা কামালের সঙ্গে দেখা করতে গেলে মহানগর ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীদের সঙ্গে তর্কাতর্কি হয়।

এ সময় সাইফ মাহামুদ জুয়েলেও তর্কে জড়িয়ে পরেন। মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম বলেন, আমরা কলেজ এলাকায় তারুণ্যের সমাবেশ সফল করতে লিফলেট বিতরণের অনুমতি চাইতে অধ্যক্ষের কক্ষে যাই। অনুমতি চাইতে গেলে অধ্যক্ষ অধ্যাপক মু. মোস্তফা কামাল আমাদের লিফলেট বিতরণ করতে বাধা দেন।

তার অভিযোগ, একপর্যায়ে অধ্যক্ষ কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের সামনে নেতাকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেন।

সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, কারও সাথেই কিছু হয়নি। আমি কক্ষে একা বসেছিলাম। তখন একটি মিছিলের শব্দ আমার কানে আসে। পরে কয়েকজন যুবক আমার কক্ষে আসলে আমি তাদের বলি, তোমরা আমাকে জানিয়ে মিছিল করতে পারতে। এ সময় পেছন থেকে কয়েকজন আমাকে বাজে কথা বলেন।

স্বর্ণের ভরি কি ৩ লাখ ছাড়াবে— দাম বাড়ার নেপথ্যে কী
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার গঠন ক…
  • ২৮ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ২৮ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘোষণা
  • ২৮ জানুয়ারি ২০২৬
বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়াসহ ট্রাক জব্দ, চালককে জরিমানা
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage