গাজীপুরে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ 

গাজীপুরে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ 
গাজীপুরে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ   © টিডিসি ফটো

জমির পাকা ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন গাজীপুরের শ্রীপুরের দরিদ্র কৃষক রায়হান মিয়া। বিষয়টি জানতে পেরে প্রায় ২ বিঘা জমির  ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ছাত্রলীগের নেতারা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন নাঈমের নেতৃত্বে গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা কৃষক রায়হান মিয়ার জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে এ কর্মসূচি পালন করেছেন বলে জানান আনোয়ার হোসেন নাঈম। এসময় ধান কাটা ও বাড়ি পৌঁছে দেওয়ায় অংশ নেন ছাত্রলীগের গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলা বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

New Project - 2023-04-28T152901-155

এর আগে সোমবার (২৪ এপ্রিল) ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহবান জানায় বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় ধান কেটে এমনকি মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিচ্ছে বিভিন্ন জেলার ছাত্রলীগ কর্মীরা। নোয়াখালী, বগুড়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, রংপুর, ময়মনসিংহ, শরীয়তপুরসহ বিভিন্ন জেলায় দেখা গেছে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেয়ার দৃশ্য। তবে এ ক্ষেত্রে পিছিয়ে নেই নারী নেত্রী ও সদস্যরাও। তারাও তাল মিলিয়ে কাজ করছেন পুরুষ কর্মীদের সাথে।

বিভিন্ন সময় তাদের এসর কাজের ছবি প্রকাশিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে যা নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছে। তবে কটাক্ষও করছেন অনেকে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence