জন্ম থেকে শিখেছি, শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখতে হবে: ইনান

শেখ ওয়ালী আসিফ ইনান
শেখ ওয়ালী আসিফ ইনান  © সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে গণভবনের সামনে ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নতুন কমিটির শীর্ষ নেতাদের নাম ঘোষণা করেন তিনি।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হওয়া সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। আর সাধারণ সম্পাদক পদে আসা শেখ ওয়ালী আসিফ ইনান বিদায়ী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইনান গণমাধ্যমকে জানান, মহান স্রষ্টার প্রতি অশেষ কৃতজ্ঞতা। পাশাপাশি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার মাতৃতুল্য দেশরত্ন শেখ হাসিনার প্রতি। তিনি আমাকে তৃণমূলের লাখ লাখ নেতাকর্মীর ম্যান্ডেট নিয়ে যে গুরু দায়িত্ব দিয়েছেন, আমি যেন সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি—সেজন্য আমি তার কাছে দোয় চাচ্ছি। দেশবাসী ও প্রাণের সংগঠনের নেতাকর্মীদের কাছেও দোয়া চাচ্ছি।

আরও পড়ুন: ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম, সম্পাদক ইনান

তিনি বলেন, আমার পরিকল্পনা শুধু এতোটুকুই, আমি আমার জন্ম থেকে শিখেছি শেখ হাসিনার চলার পথকে মসৃণ রাখতে হবে। এটা আমার পারিবারিক শিক্ষা। বঙ্গবন্ধু কন্যা যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তার চলার পথকে মসৃণ রাখতে কাজ করে যাবো। শেখ হাসিনা রচিত স্মার্ট বাংলাদেশ গঠনে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা হবে অগ্র সৈনিক। শেখ হাসিনার স্বপ্নের সারথি হয়ে ছাত্রলীগ কাজ করে যাবে।

নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করে ওবায়দুল কাদের বলেন, প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করে ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক ও আওয়ামী লীগের সভাপতি  শেখ হাসিনা নতুন কমিটির নেতাদের নাম অনুমোদন করেছেন। দলের সাধারণ সম্পাদক হিসেবে সভাপতির পক্ষ থেকে আমি নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence