বাংলাদেশ কখনো পরাধীনতাকে মেনে নেয়নি: স্মৃতিসৌধে ছাত্রদল
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ০৩:১৯ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২, ০৩:১৯ PM
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি তানজিল হাসান, তবিবুর রহমান ও রিয়াদ ইকবালের নেতৃত্বে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।
এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, বাংলাদেশ কখনোই পরাধীনতাকে মেনে নেয়নি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ১৯৭১ সালে বীর শহীদেরা নিজেদের জীবনের বিনিময়ে এই দেশের স্বাধীনতা অর্জন করেছেন। আজও আমরা শপথ করে বলতে চাই, আমাদের জীবনের বিনিময়ে হলেও এই স্বৈরাচার ভোট চোর সরকারের পতনের মাধ্যমে হারানো গনতন্ত্রকে পুনরুদ্ধার করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আরও একটি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি।
আরও পড়ুন: মেসি-এমবাপ্পের বিশ্বকাপ জয়ের মিশনে বাঁশি থাকবে যার হাতে
তিনি আরও বলেন, গনতন্ত্রকে পুনরুদ্ধার করত এই যুদ্ধের নেতৃত্বে থাকবেন মেহনতী মানুষের আশা-ভরসার স্থল আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান।
এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব, ক্রিয়া সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেশসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা জেলা ছাত্রদলের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।