জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন ৬ শিক্ষার্থী

২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা
২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা  © সম্পাদিত

আগামী ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও-২০২৩)। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন স্কুল-কলেজ পড়ুয়া ৬ জন মেধাবী শিক্ষার্থী।

৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৩) এর মাধ্যমে সারাদেশ থেকে বাছাইকৃত এই ৬  শিক্ষার্থী হলেন- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাসলিমা তাসনিম লামিয়া ও সিরাজুস সালেকিন সামীন, রাজশাহীর গভ. ল্যাবরেটরী হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ফায়েজ আহমেদ, নটরডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শুভাশীষ হালদার, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মনামী জামান ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাবিল ইসলাম।

প্রতিনিধিত্ব করা এসব সদস্যদের বাংলাদেশের পতাকা হাতে বিদায় জানাতে আগামীকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আইজেএসও-২০২৩ বাংলাদেশ দলের দলনেতা হিসেবে থাকবে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। পর্যবেক্ষক হিসেবে সাথে আছেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। সহকারী দলনেতা হিসেবে আছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর আবিদুর রহমান।

২০০৪ সাল থেকে আয়োজিত হয়ে আসছে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)। ২০১৫ সাল থেকে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও) এর মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশও নিয়মিত এ আয়োজনে অংশ নিয়ে আসছে।

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও) এর এবারের অলিম্পিয়াড তিনটি ধাপে অনুষ্ঠিত হয়েছিল। প্রথমে অনলাইন বাছাই পর্ব । সেখান থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় ৪ জেলায় চারটি আঞ্চলিক পর্ব এবং ৪টি অনলাইন পর্ব। এরপর জেলা থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে রাজধানী ঢাকায় আয়োজিত হয় জাতীয় পর্ব। এ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্প করা হয়। ক্যাম্পের ফলাফল ও অন্যান্য দিক বিবেচনা করে বাছাই করা হয় ৬ জনকে। তারাই থাইল্যান্ডে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।

বিডিজেএসও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আয়োজনের টাইটেল স্পন্সর আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence