বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের নিয়ে নতুন উদ্যোগ ঢাবি নিরাপত্তা মঞ্চের সিজারের

১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM

© টিডিসি ফটো

এবার নতুন আরেকটি উদ্যোগ হাতে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠা স্বেচ্ছাসেবী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের প্রতিষ্ঠা জুলিয়াস সিজার তালুকদার। বিদেশে উচ্চশিক্ষার জন্য অপরিহার্য ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা পিটিই (IELTS এর বিকল্প) কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীকে ১২ হাজার ৫০০ টাকা মূল্যের কোর্স শতভাগ ফ্রিতে করার সুযোগ দেওয়া হচ্ছে।

জানা যায়, এই কোর্সের জন্য  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৩২ জন  শিক্ষার্থীদের মধ্য থেকে একটি অনলাইন সেশন ও সরাসরি ভাইভার মাধ্যমে ৬০ জনকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিতদের ৪৫ জনকে অনলাইনে ও ১৫ জনকে অফলাইনে সরাসরি পাঠদান করা হবে৷ এই শিক্ষার্থীরা ল্যাবে অনুশীলনের সুযোগও পাবে। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে কোর্স। এই দক্ষতা উন্নয়ন ও পরীক্ষা প্রস্তুতি কোর্স স্পন্সর করেছে Ritz PTE.

ডিজিটাল শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন প্লাটফর্ম ওস্তাদজী.কম এই উদ্যোগ হাতে নিয়েছে। আর প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুলিয়াস সিজার তালুকদা। এখানে ডিজিটাল মার্কেটপ্লেসে খুব সহজেই শিক্ষার্থী ও অভিভাবকগণ খুঁজে পান কাঙ্ক্ষিত শিক্ষক এবং প্রাইভেট হোম টিউটররা খুঁজে পান পছন্দের জব৷ এছাড়াও শিক্ষাকে সহজ করতে এই প্লাটফর্ম নিয়েছে শতভাগ ফ্রিতে কোর্সে অংশ নেওয়ার উদ্যোগ৷

এ বিষয়ে ওস্তাদজী.কম এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুলিয়াস সিজার তালুকদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনেকের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছে রয়েছে৷ তবে প্রস্তুতি গ্রহণের জন্য যথাযথ সহযোগিতা অনেকেই পাননা। আছে অর্থের সংকট, সঠিক পরামর্শ দানের প্রতিষ্ঠান খুঁজে পাওয়াও দুষ্কর তাদের জন্য। তাই ওস্তাদজী  পরামর্শ প্রদানের সাথে সাথে প্রস্তুতি গ্রহণের সর্বাত্মক সাহায্য করার অঙ্গিকার করছে৷

জুলিয়াস সিজার তালুকদার একজন তরুণ রাজনৈতিককর্মী ও উদ্যোক্তা৷ তিনি 'ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ'- প্রতিষ্ঠার মাধ্যমে অগণিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা সংকটে পাশে আছেন। যা থেকে সরাসরি উপকৃত হয়েছে প্রায় ১২ হাজারের অধিক শিক্ষার্থী। 

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ফেব্রুয়ারী মাসের মধ্যে আমেরিকায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার করব ও প্রয়োজনীয় দক্ষতা যেমন- বিশ্ববিদ্যালয় খোঁজা, দরখাস্ত লেখা, এসওপি লেখাসহ অন্যান্য ডকুমেন্টেশন শেখাবো। সেই আরো অন্তত ৬০ জনকে PTE এবং ১০০ জন ফ্রি IELTS কোর্স দেয়ারও প্রস্তুতি রয়েছে। সেই সাথে কর্মসংস্থানমূলক প্রশিক্ষণও দেবে ওস্তাদজী.কম।

বিএনপি গলার কাঁটা ৯২ বিদ্রোহী প্রার্থী, জামায়াতের ১
  • ২১ জানুয়ারি ২০২৬
নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্…
  • ২১ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক উদ্ধার
  • ২১ জানুয়ারি ২০২৬
যেসব আসনে প্রার্থিতা প্রত্যাহার করল গণঅধিকার পরিষদ
  • ২১ জানুয়ারি ২০২৬
গ্রিনল্যান্ড: বৈশ্বিক যুদ্ধের নতুন কেন্দ্র?
  • ২১ জানুয়ারি ২০২৬
চবিতে আনোয়ারা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9