বন্ধ আইপিএল © সংগৃহীত
ক্রিকেট নিয়ে বাংলাদেশ-ভারত স্নায়ুযুদ্ধ চলছে। কাটার মাস্টার মুস্তাফিজ়ুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার রেশ যেন থামছেই না। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যেই আইপিল সম্প্রচার না করার ঘোষণা দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট টিভি স্টেশনগুলোও চিঠিও দিয়েছে অন্তর্র্বতীকালীন সরকারের তরফ থেকে। এরপরই প্রশ্ন উঠছে, বাংলাদেশের এই পদক্ষেপে কতটা আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বিসিসিআই?
ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ বলছে, আইপিএল সম্প্রচার করে থাকে স্টার ইন্ডিয়া ও ভায়কম ১৮। ২০২৩ সাল থেকে ২০২৭ সালের সাইকেলে আইপিএল-এ সম্প্রচার স্বত্ত্ব বিক্রি হয়। এই স্বত্ত্ব অনুযায়ী, ভারতের টিভিতে আইপিএল দেখানোর জন্য স্টার বিসিসিআইকে দেয় ২৩ হাজার ৫৭৫ কোটি টাকা। অন্যদিকে ভারতে অনলাইনে সম্প্রচারের জন্য ভায়কম ১৮ বিসিসিআইকে দেয় ২৩ হাজার ৭৫৮ কোটি টাকা।
বিদেশে আইপিএল সম্প্রচারের জন্য বিসিসিআই পায় ১ হাজার ৫৭ কোটি টাকা। অর্থাৎ, ভারত বাদে আমেরিকা, ক্যানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, মধ্যপ্রাচ্য, নিউজ়িল্যান্ড, বাংলাদেশ সহ মোট ১২০টা দেশে আইপিএল দেখানোর জন্য বিসিসিআই পায় ১ হাজার ৫৭ কোটি টাকা। যেখানে ভারতে আইপিএল দেখানোর জন্য বোর্ড পায় ৪৭ হাজার ৩৩৩ কোটি টাকা। এই অঙ্ক থেকেই পার্থক্যটা পরিষ্কার। ফলে সম্প্রচার থেকে বাংলাদেশ আইপিএল-এর জন্য কত বড় মার্কেট তা পরিষ্কার। সম্প্রচার স্বত্ব ও বিজ্ঞাপন মিলিয়ে বাংলাদেশ থেকে আইপিএলের রেভিনিউয়ে আসে আনুমানিক ২–৩ শতাংশ তথা প্রায় ৭ কোটি টাকার বেশি। মূলত এই পরিমাণ অর্থই বিসিসিআইয়ে ধাক্কা লাগবে বলে এই সময়ের খবরে বলা হয়।
খেলা সম্প্রচারের পাশাপাশি বহু ভারতীও ও বাংলাদেশি সংস্থার বিজ্ঞাপন চলে এই সময়ে; সম্প্রচার বন্ধ হলে বিজ্ঞাপনী সংস্থাগুলোর ওপরও কিছু চাপ আসবে। তবে এই ক্ষতির পরিমাণ, তা আপাতত হিসাব কষে বের করা সম্ভব নয়।