সাঞ্জু স্যামসন © সংগৃহীত
এশিয়া কাপের আগে দারুণ ছন্দে রয়েছেন সাঞ্জু স্যামসন। কেরালা ক্রিকেট লিগে কোচি ব্লু টাইগার্সের হয়ে খেলে রীতিমতো ঝড় তুলছেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক-ব্যাটার। তার এমন ফর্ম নিঃসন্দেহে ভারতের নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরকে স্বস্তি দেবে।
গেল মঙ্গলবার ত্রিশুর টাইটান্সের বিপক্ষে ব্যাট হাতে ঝলসে উঠেন স্যামসন। ইনিংসের পঞ্চম ওভারে এক ‘নো বল’-এ ছক্কা মারার পর ফ্রি-হিটেও ডিপ মিড উইকেট দিয়ে মাঠের বাইরে পাঠান এই ওপেনার। এতে একটি বৈধ বলে ১৩ রান সংগ্রহ করেন এই ব্যাটার, যা ব্যতিক্রমী ও নজরকাড়া এক মুহূর্ত।
ওপেনিংয়ে নেমে ৪৬ বলে ৮৯ রানের ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ৪ চার ও ৯ ছক্কা। স্ট্রাইক রেট ১৯৩ দশমিক ৪৮।
এই ইনিংসের কয়েক দিন আগেই তিনি ৫১ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ৪২ বলে শতরান পূর্ণ করেন। ওই ম্যাচে ছয় নম্বরে নেমেও খেলেছিলেন আগ্রাসী ইনিংস।
ভারতের টপ-অর্ডারে স্যামসনের এমন ধারাবাহিক ও দাপুটে ব্যাটিং নির্বাচকদের জন্য বড় চিন্তার কারণ হতে পারে। অবশ্য আসন্ন এশিয়া কাপে তাকে মূল একাদশে দেখা যাবে কি না, তা নিয়েও নানান প্রশ্ন আছে।