সেঞ্চুরি ছুঁয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে জোকোভিচ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৭:০৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৮:২১ PM

দীপ্তিময় ক্যারিয়ারে আরও একটি নতুন মাইলফলক ছুঁয়েছেন নোভাক জোকোভিচ। উইম্বলডনে শততম জয়ে টেনিস ইতিহাসে কেবল তৃতীয় খেলোয়াড় হিসেবে জায়গা করে নিয়েছেন সার্বিয়ান এই কিংবদন্তি। অবশ্য এই কীর্তি গড়তে যেন এক মুহূর্তও অপেক্ষার প্রহর গুনতে চাননি জোকোভিচ। তৃতীয় রাউন্ডে মাত্র এক ঘণ্টা ৫০ মিনিটেই স্বদেশি মিওমির কেচমানোভিচকে ৬-৩, ৬-০, ৬-৪ সেটে হারিয়ে জয়ের সেঞ্চুরি নিশ্চিত করেন তিনি। এরপর ‘পাম্পিং ডান্স’ দিয়ে উদযাপন করেন রেকর্ড ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী এই খেলোয়াড়—যা এখন উইম্বলডনে প্রতিটি জয়ের পর তার ও সন্তানদের জন্য এক ধরনের রীতিই বটে।
ম্যাচ শেষে আবেগঘণ কণ্ঠে জোকোভিচ বলেন, উইম্বলডন শুধু আমার নয়, বরং অধিকাংশ খেলোয়াড়েরই প্রিয় ও স্বপ্নের টুর্নামেন্ট।' তিনি যোগ করেন, ছোটবেলায় আমরা সবাই এখানে জয়ের স্বপ্ন দেখি। ভাগ্যবান যে আমি সেই স্বপ্ন অনেকবার বাস্তবে রূপ দিতে পেরেছি। এখানে যেকোনো ইতিহাস গড়াই আমার জন্য সম্মানের।
উইম্বলডনের এককে জয়ের তিন অঙ্ক ছোঁয়ার কীর্তি মাত্র তিনজনের। জোকোভিচের আগে নারী এককে ৯ বারের চ্যাম্পিয়ন মার্তিনা নাভ্রাতিলোভা ও পুরুষ এককে ৮ বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার এই তালিকায় ছিলেন। তবে
ফেদেরারের ১০৫ বার উইম্বলডন জয়ের রেকর্ড এখনও সবার ওপরে। অবশ্য চলতি আসরে শিরোপা জিতলে ১০৪ জয় স্পর্শ করবেন জোকোভিচ—মাত্র এক পেছনে থাকবেন তিনি। সবচেয়ে বড় বিষয়, তার সামনে এখন ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ে ইতিহাস গড়ার হাতছানি। যদিও ২০২৩ ইউএস ওপেন জয়ের পর থেকেই এই মাইলফলকের খোঁজে ছুঁটছেন তিনি।