কেমিক্যাল হ্যাকাথনে প্রথম টিম ডেডক্যাট, দ্বিতীয় এমালগাম

কেমিক্যাল হ্যাকাথনে প্রথম টিম ডেডক্যাট, দ্বিতীয় এমালগাম
কেমিক্যাল হ্যাকাথনে প্রথম টিম ডেডক্যাট, দ্বিতীয় এমালগাম  © টিডিসি ফটো

১ম বাংলাদেশ কেমিক্যাল হ্যাকাথন-২০২১ সফলভবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের রসায়ন শিক্ষার্থীদের সংগঠন কেমফিউশনের উদ্যোগে এ হ্যাকাথনের আয়োজন করা হয়। গত ২৯ এপ্রিল কেমফিউশনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে ২৫-২৭ এপ্রিল প্রতিযোগিতাটির আয়োজন করা হয়।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেমফিউশন বরাবরের মতই সৃজনশীল কাজের মাধ্যমে মানুষের মধ্যে রসায়ন জনপ্রিয়করণের কাজ করে আসছে। এরই ফলশ্রুতিতে এ প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে এই বছরে অনলাইনে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ শিক্ষার্থীরা অংশ নেন। রসায়ন নিয়ে তাদের আগ্রহ, স্পৃহা আর সৃজনশীল চিন্তার প্রতিফলন ঘটেছে প্রতিযোগিতায়। কেমফিউশন আগামী বছর গুলোতেও এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এবারের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ‘টিম ডেডক্যাট’ অংশগ্রহণকারীরা হলেন-

১. নুহা নূর (ভিকারুননিসা নূর স্কুল এন্ড কলেজ)
২. মোহাম্মদ আরমান হাসান (নটরডেম কলেজ, ঢাকা)
৩. এইচ. এম শাদমান তাবিব (নটরডেম কলেজ, ঢাকা)

এবারের আসরের রানার্সআপ হয়েছেন ‘টিম এমালগাম’। এই টীমের সদস্যরা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী। অংশগ্রহণকারীরা হলেন-

১. ফয়েজ জালাল উদ্দিন (ঢাকা বিশ্ববিদ্যালয়)
২. শাহরিয়ার হোসাইন শুভ (ঢাকা বিশ্ববিদ্যালয়)
৩. শাকিল শাহরিয়ার ইফতি(ঢাকা বিশ্ববিদ্যালয়)


সর্বশেষ সংবাদ