দুই ম্যাচ নিষিদ্ধ তানজিম সাকিব, আন্তর্জাতিক ম্যাচ কি খেলতে পারবেন?

তানজিম হাসান সাকিব
তানজিম হাসান সাকিব  © সংগৃহীত

বোলিংয়ের ধরনে আগ্রাসনের জন্য ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় পেসার তানজিম হাসান সাকিব। প্রশংসাও পেয়েছেন সব সময়, পেসারের একটু-আধটু আগ্রাসন না থাকলে হয় নাকি! তবে আগ্রাসনটা মাঝে মাঝে শরীরী ভাষা ছাড়িয়ে প্রতিপক্ষের দিকেও চলে যায়। উইকেট পাওয়ার পর উদ্‌যাপনে অনেক সময়ই আর আগ্রাসনে বাধ দিতে পারেন না সাকিব।

এবার বিপিএলে তেমন আগ্রাসী মনোভাবের জন্যই শাস্তি পেয়েছেন সিলেট স্ট্রাইকার্সের এই পেসার। এ নিয়ে চলতি বিপিএলে দুবার শাস্তি পেলেন সাকিব, তবে এবার শাস্তির কারণে দুই ম্যাচ নিষিদ্ধ থাকবেন ডানহাতি এই পেসার।

জানা গেছে, ঘরোয়া আসরে দুই ম্যাচ নিষিদ্ধ হলেও এই নিষেধাজ্ঞার প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটে পড়বে না। ফলে জাতীয় দলের হয়ে খেলতে কোনো বাধা নেই তার।

বিপিএলে নিজেদের শেষ ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। চিটাগং কিংসের বিপক্ষে ৯৬ রানে হারের সেই ক্ষত শেষ না হতেই দুঃসংবাদ পেলেন সাকিব।  বৃহস্পতিবার মিরপুরে চিটাগং কিংসের বিপক্ষে ইনিংসের তৃতীয় ওভারে গ্রাহাম ক্লার্ককে আউট করেন সাকিব। এরপর ইংলিশ এই ব্যাটসম্যানকে উদ্দেশ্য করে কিছু বলতে শোনা যায় এই পেসারকে। বিষয়টি নজর এড়ায়নি দুই অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও মোর্শেদ আলী খানের।

ম্যাচ শেষে অনফিল্ড আম্পায়াররা সাকিবের এমন আচরণের কথা ম্যাচ রেফারিকে জানান। এরপর ম্যাচ রেফারি এহসানুল হক সেজান সাকিবকে একটি ডিমেরিট পয়েন্ট দেন। এ নিয়ে চলতি বিপিএলে সাকিবের ডিমেরিট পয়েন্ট সংখ্যা দাঁড়াল ৪। এর আগে গত ১২ জানুয়ারি খুলনা টাইগার্সের মোহাম্মদ নওয়াজের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন সাকিব, সেই সঙ্গে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও সে সময় করা হয়েছিল তাকে।

বিপিএলে সব মিলিয়ে ৪টি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ থাকবেন সাকিব। বিপিএল থেকে সাকিবের দল সিলেট স্ট্রাইকার্স বাদ পড়ে যাওয়ায় এই নিষেধাজ্ঞা ঘরোয়া ক্রিকেটের পরবর্তী টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে কার্যকর হবে। ফলে ডিপিএলে যে দলের হয়ে সাকিব খেলবেন, সেই দলের দুই ম্যাচে নিষিদ্ধ থাকবেন।

এর আগে আইসিসির কাছ থেকেও ডিমেরিট পয়েন্ট পাওয়ার অভিজ্ঞতা আছে সাকিবের। তবে বিপিএলে পাওয়া এই ডিমেরিট পয়েন্ট জাতীয় দলের হয়ে খেলায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence