সাকিব-মাশরাফির পরিণতি দেখে রাজনীতি করার ইচ্ছে নেই আফ্রিদির!

নৈশভোজ ও আড্ডায় ক্রিকেট তারকারা
নৈশভোজ ও আড্ডায় ক্রিকেট তারকারা  © ভিডিও থেকে নেওয়া

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি বাংলাদেশে এসেছেন বিপিএলে চিটাগাং কিংসের শুভেচ্ছেদূত হিসেবে। এরই মাঝে তামিম ইকবাল, আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি ও শাহীন আফ্রিদির সঙ্গে নৈশভোজ ও আড্ডায় মাতেন সাবেক এই তারকা অলরাউন্ডার।

শহীদ আফ্রিদি নিজের ইউটিউবে আগে থেকেই ভ্লগ ভিডিও প্রকাশ করে আসছেন। শুক্রবার (৩ জানুয়ারি) এমন একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, তামিম আফ্রিদিকে জিজ্ঞেস করেন— তার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কি না! জবাবে তিনি খোঁচা দিয়ে বলেন, ‘আরে তোমাদের অবস্থা তো দেখতেছি, আমি (রাজনীতিতে) আসতেছি না।’ তখন সবাই সমস্বরে হেসে ওঠেন।

বাংলাদেশের অন্যতম দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হয়েছিলেন। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুথানে দলটির প্রধান পালিয়ে গেলে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এতে বিপাকে পড়েন এই দুই ক্রিকেটার। তাই আফ্রিদি সাকিব ও মাশরাফিকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেছেন বলে অনেকে মনে করছেন।

আফ্রিদি তামিমের কাছে জানতে চান, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? (আন্তর্জাতিক ক্যারিয়ার) শেষ?’ পাশে চেয়ারে বসেই জবাবে তামিম বলেন, ‘জাতীয় দল থেকে…জাতীয় দলে আর খেলছি না।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence