বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে না : কার্তিক

দীনেশ কার্তিক
দীনেশ কার্তিক  © সংগৃহীত

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের আসন্ন ভারত সফর। এরপর ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই টেস্টের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। সম্প্রতি পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াটওয়াশ করে দারুণ ছন্দে রয়েছে নাজমুল শান্তর দল। 

তবে টাইগারদের সামনে এবারের ভারত চ্যালেঞ্জ কেমন হবে, সেটি নিয়েই চলছে নানা পর্যালোচনা। আসন্ন এই সিরিজ নিয়ে জমে উঠেছে কথার লড়াই। দুই দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা মেতেছেন কথার লড়াইয়ে। বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে এবার কথা বলেছেন দীনেশ কার্তিক। দীনেশ কার্তিকের মতে, ভারতের মাটিতে ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারবে না বাংলাদেশ।

ভারতের মাটিতে ভারতকে হারানো বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ। এমনকি লাল বলে ভারতকে হারানোর মতো সামর্থ্য বাংলাদেশের নেই। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’–এ ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হয় না। ভারতকে ভারতের মাটিতে হারানো বিশাল এক চ্যালেঞ্জ। বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে। কিন্তু আমার মনে হয় না, বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে।’

চেন্নাই সবসময় স্পিননির্ভর উইকেট হিসেবেই পরিচিত। কানপুরেও স্পিনাররা পেতে পারেন বাড়তি সুবিধা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ কার্তিক পেসবান্ধব উইকেটে খেলার সম্ভাবনা রয়েছে বলেই ভাবছেন। কার্তিক বলেন, ‘আমার মনে হয় ভারত কিছুটা পেসবান্ধব উইকেটে খেলতে পারে। বাংলাদেশকে হারানোর এটা ভালো কৌশল জেনেই তারা এটা করতে পারে। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে। আমার মনে হয় তারা দুই স্পিনারের পাশাপাশি তিন ফাস্ট বোলার খেলাতে পারে।’

এর আগে ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলীও ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ নিয়ে কথা বলেন। এক অনুষ্ঠানে সৌরভ বলেছিলেন, ‘বাংলাদেশ জিতবে বলে আমার মনে হয় না। ভারতই সিরিজ জিতবে। কিন্তু ভারতের মনে রাখতে হবে, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে। কারণ, পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে অনেক আত্মবিশ্বাস নিয়ে এ সিরিজটি খেলতে আসছে তারা।’


সর্বশেষ সংবাদ