গোলশূন্য প্রথমার্ধের পর শেষ মুহূর্তের গোলে জয় পেল আর্জেন্টিনা

শেষ মুহূর্তের গোলে জয় পেল আর্জেন্টিনা
শেষ মুহূর্তের গোলে জয় পেল আর্জেন্টিনা  © সংগৃহীত

কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকায় শুভ সূচনা হয়েছে আর্জেন্টিনার। কোপা আমেরিকার ৪৮তম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেসি-ডি মারিয়াদের প্রতিপক্ষ ছিলো সাবেক চ্যাম্পিয়ন চিলি। প্রথমার্ধে কোপা আমেরিকা এবং বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে গোল করতে না দিলেও পরে ৮৮ মিনিটে মার্টিনেজের একমাত্র গোলেই জয় তুলে নিল আলবিসেলেস্তেরা। এক ম্যাচ হাতে রেখে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা।

বুধবার (২৬ জুন) সকাল ৭টায় মাঠে নেমেছিল আর্জেন্টিনা এবং চিলি। প্রথমার্ধের পুরো ৪৫ মিনিটে দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। ৬৩ শতাংশ বল ধরে রেখেছিল তারা। এরমধ্যে চিলির গোলমুখে শট নিয়েছে ১৩টি। কিন্তু অধিকাংশ দূরপাল্লার শট থাকায় তা চিলির গোলমুখ স্পর্শ করতে পারেনি। যদিও ৩টি শট গোলমুখে থাকলেও তা চিলি গোলরক্ষক ক্লদিও ব্রাভো সেইভ করেছেন।

দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজকে মাঠে নামাই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ৭৩ মিনিটে মাঠে নেমে ৮৮ মিনিটে করলেন দলের জয়সূচক গোল। লিওনেল মেসির কর্নার থেকে জটলায় বল পেয়েছিলেন এই স্ট্রাইকার। সেখান থেকেই এলো জয়সূচক গোল। মার্টিনেজই আর্জেন্টিনার মান বাঁচালেন আজ।

১-০ গোলের এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার শেষ আটে পা রাখল আর্জেন্টিনা। গ্রুপে তারা আছে সবার ওপরে। ৩ পয়েন্ট নিয়ে কানাডা আছে দুইয়ে। চিলি এবং পেরু দুই দলেরই ঝুলিতে আছে ১ পয়েন্ট। 


সর্বশেষ সংবাদ