মিরপুরে এবার ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৩ PM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৭ PM
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১৭২ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। এবার একই অবস্থা দেখা দিয়েছে নিউজিল্যান্ডের ক্ষেত্রেও। বাংলাদেশের বলিং দাপটে শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র ৫৫ রানে ৫ উইকেট হারিয়েছে কিউইরা।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২০ রানে প্রথম উইকেট হারায় কিউইরা। ওপেনার কনওয়ের উইকেটটি নেন মেহেদি মিরাজ। এরপর মিরাজ ও তাইজুলে দুর্দান্ত বলিংয়ে নিউজিল্যান্ডের ৫ উইকেটের বিনিময়ে ৫৫ রানের মধ্য দিয়ে প্রথম দিনের মতো খেলা শেষ হয়েছে। এতে মিরাজ নিয়েছেন ৩টি উইকেট এবং তাইজুল নিয়েছেন ২টি উইকেট।
এর আগে বুধবার (৬ ডিসেম্বর) সকালে সিরিজ জয়ের মিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ইনিংসে ১৭২ রানেই অলআউট টাইগাররা। বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে স্বস্তিতে ছিল না।
কিউইরা প্রথম উইকেটের দেখা পায় ইনিংসের ১১তম ওভারে। মিচেল স্যান্টনারের তৃতীয় বলে তুলে মারতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন জাকির। ২৪ বলে ৮ রান করে আউট হন তিনি। পরের ওভারে এজাজ প্যাটেলের শিকার আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়।
আরও পড়ুন: আন্তর্জাতিক ধারাভাষ্যে অভিষেক হলো তামিমের
তার ব্যাট থেকে আসে ১৪ রান। পানি পানের বিরতির পর প্যাটেলের দ্বিতীয় শিকারে পরিণত হন মুমিনুল। উইকেটের পেছনে থাকা টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দেন অভিজ্ঞ এই ক্রিকেটার। উইকেটের স্রোতে বাঁধ দিতে পারেননি নাজমুলও। স্যান্টনারের ফাঁদে পড়ে মাত্র ৯ রান করে আউট হন টাইগার অধিনায়ক, আর তাতে ৪৭ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ।
মুশফিকুর রহিম ও শাহদাত দিপুর ব্যাটে কিছুটা বিপর্যয় এড়ায় টাইগাররা। ৪ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে দলীয় ১০৪ রানে ৮৩ বলে ৩৫ রান করে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিক। এতে পঞ্চম উইকেটে ৫৭ রানের জুটি ভাঙে টাইগারদের।
এরপর দিপুও ফেরেন ব্যক্তিগত ৩১ রানেই। পরে নুরুল হাসান সোহান এবং মেহেদী মিরাজরাও দলের হাল ধরতে পারেননি আজ। ফলে চা বিরতিতে যাওয়ার আগে আরও চার উইকেট হারায় টাইগাররা। ১৪৯ রানে ৮ উইকেট হারিয়ে চা বিরতি থেকে ফেরার পর শেষ সেশনের ব্যাটিংয়ে নেমে নাইম হোসেন কিছুটা আশার আলো দেখালেও অপরপ্রান্তে সঙ্গীর অভাবে ইনিংস এগিয়ে নিতে পারেননি।
ফলে প্রথম দিনেই শেষ পর্যন্ত ১৭২ রানেই গুটিয়ে গেছে টাইগাররা। কিউইদের হয়ে আজ সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার এবং গ্লেন ফিলিপস।
এদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরবেন সেই বিষয়টি নিয়ে সংশয় থাকলেও আজ ধারাভাষ্যকার হিসেবে নিজের পথচলা শুরু করে দিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।