আন্তর্জাতিক ধারাভাষ্যে অভিষেক হলো তামিমের

তামিমের সঙ্গে ছিলেন আতহার আলী খান
তামিমের সঙ্গে ছিলেন আতহার আলী খান  © সংগৃহীত

আগামী বছরের জানুয়ারিতে বিপিএল দিয়ে মাঠে ফেরার কথা ওপেনার তামিম ইকবালের। তবে আজ আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে তামিমের অভিষেক হতে যাচ্ছে সেটি গতকালই জানিয়ে রেখেছিলেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরবেন সেই বিষয়টি নিয়ে সংশয় থাকলেও আজ ধারাভাষ্যকার হিসেবে নিজের পথচলা শুরু করে দিলেন এই দেশসেরা ওপেনার।

বুধবার (০৬ ডিসেম্বর) দুপুর প্রথম পর্যায়ে ১২টা ৪০ মিনিটে ঢাকা টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে ধারাভাষ্যকার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নিজের যাত্রা শুরু করেন তামিম। সঙ্গে ছিলেন আতহার আলী খান। দ্বিতীয় পর্যায়ে দুপুর ১টা ৪০ থেকে ২টা ১০মিনিট পর্যন্ত ধারাভাষ্য দেন তামিম।

কমেন্ট্রি বক্সে প্রবেশের আগে প্রেসবক্সে হাজির হন তামিম ইকবাল। সাংবাদিকদের সঙ্গে হালকা আড্ডায় মেতে ওঠেন সাবেক টাইগার এই অধিনায়ক। পরে কমেন্ট্রি বক্সে তাকে স্বাগত জানান আতহার আলী খান। তাকে পরিচয় করিয়ে দিতে বিশেষণের উপর বিশেষণ দিয়ে গেছেন। ১৫ হাজার রান, ২৫টি সেঞ্চুরির কথা বলে তামিমকে স্বাগত জানান তিনি। 

এর আগে, বুধবার (৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, আশা করি আপনারা সবাই এটা উপভোগ করেছেন। কমবক্সে থাকা দলকে ধন্যবাদ।

140d4230-86bb-49fb-bee4-37700071ac66

অবশ্য এই প্রথম নয় এর আগে ২০২২ সালের বিপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্যে এসেছিলেন তামিম। সেবার মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের এলিমিনেটর ম্যাচে ধারাভাষ্য দিয়েছিলেন তিনি। ধারাভাষ্যের ব্যাপারে অনেক আগ্রহী এই ক্রিকেটার।

ক্রিকেট ছাড়ার পর অনেক ক্রিকেটার কোচিং পেশার সঙ্গে যুক্ত হন। অনেকেই বোর্ড ম্যানেজমেন্টে কাজ করেন। কেউবা নির্বাচক হন। কিন্তু তামিমের ইচ্ছা ধারাভাষ্যকার হওয়া। একবার গল্পের ছলে বলেছিলেন ভবিষ্যতে ধারাভাষ্যকার হলেও হতে পারেন।

এর আগেই ধারাভাষ্য দেওয়ার ইচ্ছের কথা জানিয়েছি এক অনুষ্ঠানে দেশসেরা এই ওপেনার বলেছিলেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতে পারে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence