বদলি খেলোয়ার হয়ে অভিষেক, নেমেই দলকে জেতালেন মেসি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ০৯:৩১ AM , আপডেট: ২২ জুলাই ২০২৩, ০৯:৪৮ AM
ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেক ম্যাচে মাঠে নামবেন তিনি। শনিবার (২২ জুলাই) লিগ কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মাঠে নামেন তিনি।
ইন্টার মায়ামির হয়ে নিজের প্রথম ম্যাচেই বেশ বিপদের মুখে পরতে হয়েছে মেসিকে। প্রথমার্ধে দ এগিয়ে থাকলেও তাঁর মাঠে নামার কিছুক্ষন পরেই দল তার লিড হারায়। তবে মেসি জাদুতে জয়ের দেখা পায় ইন্টার মায়ামি।
আরও পড়ুন: ঢাবির চারুকলা ইউনিটে ভর্তির সাক্ষাৎকার আজ
ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে জালে বল জড়ান বাঁ পায়ের জাদুকর। আর এর সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে মিয়ামির মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়াম। এই জয়ে লিগ কাপে শুভসূচনা করেছে মায়ামি।
উল্লেখ্য, শনিবার মধ্যরাতে মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন করে ক্লাবটি। দুই বছরের জন্য সেখানে যোগ দিয়েছেন ৩৬ বছর বয়সী তারকা। ২০২৫ সাল পর্যন্ত দলটিতে থাকবেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার। তবে চাইলেই দুই পক্ষের সম্মতিক্রমে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকতে পারবেন তিনি।