রিয়াদের স্ত্রীর আগুনে পোস্টে কমেন্টে ঘি ঢাললেন মুশফিকের স্ত্রী

স্ত্রীসহ মাহমদুউল্লাহ ও মুশফিকুর
স্ত্রীসহ মাহমদুউল্লাহ ও মুশফিকুর   © সংগৃহীত

সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়েই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। মাহমদুউল্লাহ বাদ পড়ার পর একে ইঙ্গিত করে ফেসবুকে একটি পোষ্ট দেন তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সেই পোস্টে তিনি লিখেছেন, ‘এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল‍্যায়ন হয় না, হবেও না’! 

আরও পড়ুন: মাহমুদউল্লাহ বাদ পড়া নিয়ে স্ত্রীর স্ট্যাটাস

এদিকে মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডিও বড় বোনের সঙ্গে মিলে বিসিবিকে এক হাত নিয়েছেন। বিস্ফোরক মন্তব্য করেন বড় বোনের পোস্টের কমেন্টবক্সে। তিনি কমেন্টে লিখেন, ‘আরে নাহ, they have A team of hard hitters, বলে বলে ছয় আর ছয়।’

প্রসঙ্গত, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ দুইজন ভায়েরা ভাই। ২০১১ সালে জান্নাত কাওসার মিষ্টিকে বিয়ে করেন মাহমুদউল্লাহ রিয়াদ। অতঃপর ২০১৪ সালে মুশফিকুর রহিম বিয়ে করেন মিষ্টির বোন জান্নাতুল কিফায়েত মন্ডিকে।

তবে দল ঘোষণা করার আগেই রিয়াদকে দলে না রাখার গুঞ্জন শোনা যাচ্ছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন থেকে শুরু করে নির্বাচকরা কেউই রিয়াদকে বিশ্বকাপের দলে রাখতে চাচ্ছিলেন না।


সর্বশেষ সংবাদ