রাজধানী ঢাকায় ক্রমেই শীতের তীব্রতা বাড়ছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬ টায় ঢাকার তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল। ঢাকার কিছু কিছু এলাকায় কুয়াশা পড়তেও দেখা গেছে। গত কয়...
আবহাওয়া ও পরিবেশ মানুষের জীবন, অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য ও সামগ্রিক রাষ্ট্র কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলে। ভৌগোলিক অবস্থান, নদীনির্ভর জীবনধারা ও মৌসুমি জলবায়ুর কারণে বাংলাদেশে আবহাওয়া ও পরিবেশ বিষয়ে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিনির্ভর বাংলাদশে বৃষ্টিপাত, নদীর পানি, ভূমি ও প্রাকৃতিক সম্পদ সরাসরি জীবন ও জীবিকার সঙ্গে সম্পর্কিত। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ দূষণ বাংলাদেশের উন্নয়ন ও জীবনযাত্রার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ইতিহাস দীর্ঘ। প্রতিবছর বর্ষা মৌসুমে বন্যা দেশের বহু অঞ্চল প্লাবিত করে। ১৯৮৮ ও ১৯৯৮ সালের ভয়াবহ বন্যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে আছে, রাজধানীসহ দেশের বিশাল অংশে তা অচলাবস্থা সৃষ্টি করেছিল। বন্যায় ফসলহানি, ঘরবাড়ি ভেঙে যাওয়া, মানুষের বাস্তুচ্যুতি ও খাদ্য সংকট দেখা দেয়। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় একটি বড় হুমকি। ১৯৭০ সালের ভয়াল ঘূর্ণিঝড়ে লাখো মানুষের প্রাণহানি ঘটে, এটি বিশ্ব ইতিহাসেও অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়, ২০০৭ সালের সিডর, ২০০৯ সালের আইলা, ২০২০ সালের আম্পানসহ বহু ঘূর্ণিঝড় উপকূলের মানুষের জীবন-জীবিকা ধ্বংস করেছে। এসব দুর্যোগ বাংলাদেশকে টেকসই দুর্যোগ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়।
নদীভাঙন বাংলাদেশের পরিবেশগত সংকটের একটি স্থায়ী বাস্তবতা। প্রতি বছর নদীভাঙনে হাজারো পরিবার ভূমিহীন হয়ে পড়ে, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক জীবন ভয়াবহ ক্ষতির মুখে পড়ে। একই সঙ্গে নদী দখল ও পানি দূষণ দেশের নদী ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে। শিল্পবর্জ্য, পলিথিন, নৌ-নির্মাণ ও অপরিকল্পিত নগরায়ণের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। কারখানার বর্জ্যে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, কর্ণফুলীসহ বহু নদী মারাত্মক দূষণের শিকার হয়েছে। এতে পানি দূষণ শুধু জীববৈচিত্র্য নয়, মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়াচ্ছে।
পরিবেশ দূষণ শহরাঞ্চলে আরও ভয়াবহ। বায়ুদূষণে ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় প্রায়শই শীর্ষে থাকে। ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলা ও বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা বায়ুদূষণকে মারাত্মক পর্যায়ে নিয়ে গেছে। এর ফলে হাঁপানি, শ্বাসকষ্ট, এলার্জি, হৃদরোগসহ নানা রোগ বাড়ছে।
জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য ভবিষ্যতে আরও বড় হুমকি তৈরি করছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়াচ্ছে, কৃষি ও পানীয় জলের সংকট বাড়ছে। তাই পরিবেশ রক্ষা, টেকসই উন্নয়ন, নদী পুনরুদ্ধার, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং দূষণ নিয়ন্ত্রণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করতে হলে পরিবেশকে রক্ষা করা, প্রকৃতির সঙ্গে সহাবস্থান শিখতে হবে। আবহাওয়া ও পরিবেশ শুধু প্রকৃতির বিষয় নয়, এটি মানুষের অস্তিত্ব, জীবন ও ভবিষ্যতের প্রশ্ন। এ বিষয়টি অত্যন্ত গুরুত্ব দেয় দ্য ডেইলি ক্যাম্পাস। ‘আবহাওয়া ও পরিবেশ’ বিভাগে পাঠকেরা সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকারসহ নানা কিছু পাবেন।