এসএসসির ফল
২২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে কাল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ০৮:৩৮ AM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১, ১০:১১ AM
মহামারি করোনার কারণে বিলম্বিত চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় সোয়া ২২ লাখ শিক্ষার্থী।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী দীপু মনি জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
আরও পড়ুন: কুয়াশামাখা ভোরে রসের খোঁজে
তিনি জানান, “আগামী বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধনের দিন এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
প্রধানমন্ত্রীর ফলাফল ঘোষণার পর এসএসসি পরীক্ষার্থীরা শিক্ষাবোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
আরও পড়ুন: মাউশি ডিজিকে দুদকে তলব
এর আগে রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী মালদ্বীপ সফর শেষে দেশে ফেরার পর এ মাসের যে কোনো দিন ফলাফল প্রকাশ করা হতে পারে। ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার বিকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
করোনাভাইরাস মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার নয় মাস পিছিয়ে গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়, যার মাধ্যমে দেড় বছর পর প্রথম কোন পাবলিক পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। সব বোর্ড মিলিয়ে এবার এসএসসিতে পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।
আরও পড়ুন: ইবিতে বছরজুড়ে যা ছিল আলোচনায়
এবার সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি নৈর্বচনিক বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাংলা, ইংরেজির মত আবশ্যিক বিষয়গুলোতে এবার পরীক্ষা না নিয়ে আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।